indian railway news, solar energy
নয়া উদ্যোগ ভারতীয় রেলের, সৌর শক্তিকে কাজে লাগিয়ে চলবে পুরো রেলস্টেশন | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ আগামী কয়েক বছরের মধ্যে কার্বন মুক্ত পরিবেশ গড়ার উদ্দেশ্যে নয়া পদক্ষেপ ভারতীয় রেল কর্তৃপক্ষের। ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে সেন্ট্রাল রেলওয়ের মুম্বই ডিভিশন। দূষণমুক্ত পরিবেশ গড়তে এবং লক্ষ লক্ষ টাকা খরচ কমাতে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে তারা।

মুম্বাই ডিভিশনের টিটওয়ালা, ইগতপুরী এবং কাসারা সহ এই স্টেশন গুলির সংলগ্ন এলাকা গুলিতে এবার থেকে সম্পূর্ণ সৌর শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হবে। মুম্বই ডিভিশন এর বিভিন্ন স্থানে নতুন তাকমা জুড়বে তা আর বলার আক্ষেপ রাখেনা। মুম্বাই ডিভিশনের এই স্টেশনগুলোতে সোলার প্যানেলের মাধ্যমে স্টেশন লাইটিং, স্টেশন ট্রি এবং সোলার ওয়াটার কুলারও লাগানো হয়েছে।

সেন্ট্রাল রেলওয়ে দ্বারা জারি করা একটি প্রেস মিটিংয়ে এই প্রসঙ্গে জানানো হয়েছে, রুফ টপ গ্রিড সংযুক্ত ৫ Kwp সোলার প্যানেল চালু করা হয়েছে ইগতপুরীর মহাকুমা হাসপাতালে। এছাড়াও ওই প্রেস মিটিংয়ে আরও জানানো হয়েছে, “এই সৌর প্ল্যান্টের বার্ষিক শক্তি উৎপাদন ৬০০০ kWh এবং বার্ষিক সঞ্চয় প্রায় ৪৫ হাজার টাকারও বেশি হবে। কিছুদিন আগেই ইগতপুরী এবং কাসারা স্টেশন প্ল্যাটফর্মে প্রতিটি ৪০ Kwp ক্ষমতাসম্পন্ন রুফ টপ গ্রিড সংযুক্ত সৌর প্ল্যান্টও চালু করা হয়েছে।”

এছাড়াও আরও জানানো হয়েছে, “এই রুফ টপ গ্রিড সংযুক্ত সৌর প্ল্যান্টের বার্ষিক শক্তি উৎপাদন প্রায় ৪৮,০০০ কিলোওয়াট এবং বার্ষিক সাশ্রয় হবে আনুমানিক ৭.২ লক্ষ টাকা। এটি ছাড়াও, রুফ টপ গ্রিড সংযুক্ত ৫ Kwp সোলার প্যানেলটিও সম্প্রতি টিটওয়ালায় চালু করা হয়েছিল। এই গ্রিড সংযুক্ত সোলার প্ল্যান্টের বার্ষিক শক্তি উৎপাদন ৬,০০০ kWh এবং বার্ষিক সঞ্চয় হবে আনুমানিক ৪৫,০০০ টাকা।”

এছাড়াও সেন্ট্রাল রেলওয়ে তরফ থেকে জানা গিয়েছে, মুম্বাই ডিভিশনের লোনাভালা, ডকইয়ার্ড রোড, খান্ডালা, আসানগাঁও, রোহা, আপ্টা, চেম্বুর এবং পেন রেলওয়ে স্টেশনগুলিতেও ১২৫ Kpw এর বেশি বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রত্যেকটি স্টেশনে সোলার প্যানেল লাগানো হয়েছে। সেন্ট্রাল রেলওয়ের মুম্বাই ডিভিশনের এমন উদ্যোগ খুবই জনপ্রিয়তা লাভ করেছে। এই উদ্যোগ কেবল শক্তি ব্যয়ে সঞ্চয় আনার পাশাপাশি একটি দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলবে।