পশ্চিমবঙ্গ ডেস্কঃ Airtel ইউজারদের জন্য বড় ধামাকা নিয়ে এলো এয়ারটেল সংস্থা। ভারতের জনপ্রিয় টেলিকম সংস্থা গুলির মধ্যে অন্যতম জনপ্রিয় সংস্থা হল Airtel। বাজারে তিনটি টেলিকম সংস্থা ইতিমধ্যেই টক্কর দিয়ে চলেছে। মুকেশ আম্বানির জিও সংস্থা আসার পর থেকেই এয়ারটেল রিচার্জ প্ল্যানে পরিবর্তন এনেছে।
মুকেশ আম্বানির জিও ফ্রী ধামাকাতে অনেক এয়ারটেল ইউজাররা JIO তে হস্তান্তরিত হয়েছেন। তবে কেউ কি আর নিজের কাস্টমারদের অন্যত্র দোকানে পাঠাতে চান। মুকেশ আম্বানির জিও-র সঙ্গে টক্কর দিতে মাঠে নেমে পড়েছে এয়ারটেল। এবার টেক্কা দিতে ইউজারদের সামনে নয়া রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হল এয়ারটেল।
এয়ারটেল টেলিকম সংস্থার পক্ষ থেকে এবার থাকছে ক্যাশব্যাক অফার। নতুন প্ল্যানে এয়ারটেল গ্রাহকরা রিচার্জ করলেই সাথে সাথে পেয়ে যাবেন ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তবে এয়ারটেলের এই ক্যাশব্যাক পাওয়ার জন্য আপনাকে “Airtel Thanks” অ্যাপটি ব্যবহার করতে হবে। এয়ারটেল থ্যাংকস অ্যাপ অবশ্যই ব্যবহার করতে হবে এই ক্যাশব্যাক পেতে গেলে।
“Airtel Thanks” অ্যাপ এর মাধ্যমে কিভাবে রিচার্জ করলে আপনি ৫০০ টাকা পর্যন্ত পেতে পারেন ক্যাশব্যাক, সে ব্যাপারে এয়ারটেল সংস্থা জানিয়েছে। এয়ারটেল সংস্থা থেকে জানানো হয়েছে, ক্যাশব্যাক পাওয়ার জন্য এয়ারটেল ইউজারদের মিনিমাম রিচার্জ করতে হবে ৩৫ টাকা এবং সেই রিচার্জের পেমেন্ট করতে হবে amazon pay এর মাধ্যমে। আপনার প্ল্যান্টি রিচার্জ সম্পূর্ণ হওয়ার পরেই ক্যাশব্যাক আপনার amazon pay একাউন্টে ব্যালেন্স ক্রেডিট হয়ে যাবে।
এয়ারটেল ইউজাররা যদি ‘এয়ারটেল থ্যাংকস’ অ্যাপটি যদি কখনো ইউজ না করে থাকেন। তাহলে সর্বপ্রথম ইউজারদের google play store বা apple store-এ গিয়ে ডাউনলোড করতে হবে ‘এয়ারটেল থ্যাংকস’ অ্যাপ টি। এয়ারটেল থ্যাংকস অ্যাপ টি ইন্সটল করার পর অ্যাপের মধ্যে গিয়ে রিচার্জ প্ল্যানটি সিলেক্ট করতে হবে। তারপর পেমেন্ট করার সময় পেমেন্ট পদ্ধতি তে গিয়ে amazon pay সিলেক্ট করতে হবে।
amazon pay দিয়ে রিচার্জ সম্পূর্ণ করলেই পেয়ে যাবেন ক্যাশব্যাক। এয়ারটেল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এর ব্যবস্থা করা হয়েছে। এই ক্যাশব্যাক এর অফার আপনিও পেতে পারেন। এই ক্যাশব্যাক অফার ৩১ মার্চ ২০২১ পর্যন্ত পর্যাপ্ত থাকবে।