পশ্চিমবঙ্গ ডেস্কঃ ১৫ই ফেব্রুয়ারি রবিবার মধ্যরাত থেকেই চালু হয়ে গেল ফাসট্যাগ (Fastag)। চার চাকা বা তার অধিক চাকার গাড়ি গুলিতে ফাসট্যাগ থাকা বাধ্যতামূলক। ফাসট্যাগ না করানো থাকলেই গুনতে হবে দ্বিগুণ টোল।
গাড়ির গতি বাড়াতে এবং টোলপ্লাজায় ভিড় কমাতে নতুন প্রযুক্তিনির্ভর পরিষেবা ফাসট্যাগ চালু করলেন কেন্দ্রীয় পরিবহন ও সড়ক মন্ত্রী। তবে এই ফাসট্যাগ লাগানোর শেষ সময় সীমা দেওয়া হয়েছিল ২০২১ সালের ১ জানুয়ারি। যদিও পরবর্তীতে সময়সীমা বাড়িয়ে ২০২১ সালের ১৫ই ফেব্রুয়ারি করা হয়েছিল। তাতেও কোন বদল দেখা যায়নি।
কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ছোট গাড়ি হোক বা বড় গাড়ি এবং সেটা পুরনো হোক বা নতুন ফাসট্যাগ (Fastag) লাগানো বাধ্যতামূলক। আর এই ফাসট্যাগ না লাগানো থাকলেই দিতে হবে দ্বিগুণ টোল। জানা গিয়েছে এখনো পর্যন্ত বাণিজ্যিক যানবাহন গুলিতে ফাসট্যাগ করায়নি।
৪০ শতাংশ ট্রাক এবং ৯০ শতাংশ বাস এখনো পর্যন্ত ফাসট্যাগ করাইনি। মূলত বেশিরভাগ বেসরকারি বাস গুলি ফাসট্যাগ লাগাতে চাইছে না। তবে এই ফাসট্যাগ না থাকলে জাতীয় সড়ক পথ দিয়ে চলাচল করতে পারবেনা বাস গুলি। আর তার সাথেই গুনতে হবে দিগুন টোল। এই পরিস্থিতিতে গাড়ি মালিকানাদের চোখে ঘুম উধাও।
ফাসট্যাগ (Fastag) করানো না থাকলে যদি টোল ট্যাক্স ৫০ টাকা হয়। ফাসট্যাগ না থাকায় ১০০ টাকা টোল দিতে হবে আপনাকে। সরকার জানিয়েছে, ফাসট্যাগ ব্যবহার করায় লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার ঝক্কি থাকবে না। পাশাপাশি মানুষের সময় বাঁচবে এবং দ্রুতগতি সম্পন্ন লেন তৈরি করা যাবে।