পশ্চিমবঙ্গ ডেস্কঃ দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনার দ্বিতীয় স্ট্রেন মানুষের মধ্যে খুবই দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। রাজ্যে কোভিড আক্রান্ত নিয়ে চিন্তিত ছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরাও।
ঠিক তেমনি হলো রাজ্যে। বিশেষজ্ঞরা আগে থেকেই জানিয়েছিল রাজ্যে ভোট চলাকালীন মানুষের জমায়েত বাড়বে এবং আক্রান্তের সংখ্যাও বাড়বে। গত বুধবার এই রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ৯৮২ জন। রাজ্য দ্বিতীয় দফার ভোটের দিনই করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,২৭৪ জন। একদিনে প্রায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০০ জন।
গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ৩৯৯ জন মানুষ। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুজন মানুষের। গত ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৪ জন। উত্তর ২৪ পরগনাতে ক্রমশ বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।
ইতিমধ্যেই করোনা সংক্রমনের রেকর্ড গড়লো মহারাষ্ট্রে। হঠাৎই করোনার দ্বিতীয় স্ট্রেন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। তবে করোনার দ্বিতীয় স্ট্রেনের প্রভাব সবথেকে বেশি দেখা যাচ্ছে মহারাষ্ট্রে। সেখানে গত ২৪ ঘন্টায় ৪৩ হাজার ১৮৩ জন মানুষ আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গিয়েছে ২৪৯ জন মানুষ।
মহারাষ্ট্রে এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৪ লাখ ২৩ হাজার ৩৬০ জন এর মধ্যে বাণিজ্য নগরী মুম্বাইতে করোনা আক্রান্ত হয়েছে ৮,৬৪৬ জন।
একদিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে নতুন রেকর্ড গড়লো মহারাষ্ট্র। কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগের রিপোর্ট অনুযায়ী দেশজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ১৫ হাজার ৭৯৮ জন। সারা দেশজুড়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৪৬৬ জন। দেশ জুড়ে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। করোনার দ্বিতীয় স্ট্রেনের প্রভাব খুবই দ্রুত ছড়িয়ে পড়ছে মানুষের মধ্যে। হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।