metro, Kolkata Metro, metro rail, মেট্রোরেল
আগামী সোমবার থেকে বাড়ছে মেট্রোরেলের সংখ্যা, জানুন নয়া সময়সীমা | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ মারণ রোগ করোনা ভাইরাসে জর্জরিত গোটা দেশ সহ এ রাজ্য। তবে বর্তমানে কিছুটা হলেও নিয়ন্ত্রণে রয়েছে করোনা সংক্রমণ। আর এই আবহের মধ্য দিয়েই এগিয়ে এসেছে দুর্গাপূজা। দুর্গাপূজা উপলক্ষে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কেনাকাটা। শহরতলীর বিভিন্ন স্থানেই বাড়ছে মানুষের জমায়েত। পাশাপাশি ভিড় বাড়ছে মেট্রোরেলেও।

সাধারণ মানুষের কথা বিবেচনা করে এবং ভিড় এড়াতে মেট্রোরেলের সংখ্যা বাড়ানোর চিন্তা ভাবনা নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতির জেরে রাজ্যে এখনও কোভিড বিধিনিষেধ জারি রয়েছে। তবে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকায় বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয়েছে বিশেষ ছাড়। সরকারি ও বেসরকারি অফিস সহ বাজার ঘাট সমস্তকিছুই ধীরে ধীরে আনলকের পথে। তবে রাজ্য সরকারের তরফ থেকে মেট্রো রেল চলাচলের নির্দেশ দিলেও বন্ধ রয়েছে লোকাল ট্রেন।

metro, Kolkata Metro, metro rail, মেট্রোরেল
আগামী সোমবার থেকে বাড়ছে মেট্রোরেলের সংখ্যা, জানুন নয়া সময়সীমা | ছবি – সংগৃহীত

জানিয়ে রাখি, বর্তমানে আপ ও ডাউন লাইনে ২৪০ টি মেট্রো ট্রেন চলাচল করছে। ভিড় এড়াতে আগামী সোমবার অর্থাৎ ৬ ই সেপ্টেম্বর থেকে ৬ টি মেট্রোরেল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। আগামী সোমবার থেকে মোট ২৪৬ টি মেট্রো রেল চলাচল করবে আপ ও ডাউন-এ। সোমবার থেকে বদলাচ্ছে মেট্রোরেল এর সময়সীমা। গত বুধবার মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে।

metro, Kolkata Metro, metro rail, মেট্রোরেল
আগামী সোমবার থেকে বাড়ছে মেট্রোরেলের সংখ্যা, জানুন নয়া সময়সীমা | ছবি – সংগৃহীত

মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে, শুধুমাত্র শেষ মেট্রোর সময়সীমা বদল করা হয়েছে। দিনের প্রথম মেট্রোর সময়সীমা বদল হয়নি। বর্তমানে দমদম ও কবি সুভাষ স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ছে রাত ৯ টায়। তবে সেই সময়সীমা আরও ৩০ মিনিট বাড়ানো হয়েছে। আগামী সোমবার থেকে রাত সাড়ে ৯ টা থেকে ছাড়বে শেষ মেট্রো। এর পাশাপাশি দক্ষিনেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে ৯ টা ১৮ মিনিটে। শনি ও রবিবার শুধুমাত্র স্টাফ স্পেশাল মেট্রো গুলি চলাচল করবে।