death of police officer, chandan nagar police, road accident in chandan nagar, মৃত্যু এএসআই অফিসারের, জগদ্ধাত্রী বিসর্জনে পথদুর্ঘটনা চন্দননগরে, পুলিশ অফিসারের মৃত্যু
জগদ্ধাত্রী বিসর্জনে পথদুর্ঘটনায় মৃত্যু অফিসারের, মাথায় ছিল না হেলমেট

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ এই সপ্তাহেই ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল চন্দননগরে। কিন্তু পুজো শেষে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। মায়ের বিসর্জনের সাথে সাথে চন্দননগর থানায় নেমে আসলো শোকের ছায়া। গত শুক্রবার পথদুর্ঘটনায় মারা গেলেন উচ্চপদস্থ এক পুলিশ অফিসার। মৃত অফিসারের নাম  এএসআই মহম্মদ তাহের আলী।

তার বয়স হয়েছিল ৫৯ বছর। চাকরি জীবনের অবসানের মাত্র কয়েকটা মাস বাকি ছিল তার। কিন্তু দুর্ভাগ্যবশত অবসর জীবন কাটানোর সুযোগ পেলেন না তিনি। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, মৃত পুলিশ অফিসারের চাকরি আর মাত্র দু মাসের ছিল। অফিসারের মৃত্যুর খবর পেতেই তার পরিবারের লোকজন দুঃখে ভেঙে পড়েন। জানা গিয়েছে, চন্দননগর থানায় তিনি কর্মরত ছিলেন ২০১৯ সাল থেকে।

প্রসঙ্গত, জগদ্ধাত্রী পূজার বিসর্জনের দিন মহাম্মদ তাহের আলী নামের ৫৯ বছরের ওই পুলিশ অফিসার রাত্রিবেলা বাইক নিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় একটি টোটোর সাথে অফিসারের বাইকের মুখোমুখি সজোরে ধাক্কা লাগে। এর ফলে তিনি বাইক সহ মাটিতে পড়ে যান। আশেপাশের লোকজন এই ঘটনা দেখতে পেয়ে সেইস্থানে তড়িঘড়ি দৌড়ে যান। অফিসারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। ডাক্তাররা জানান, এএসআই তাহের আলীর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, ওই অফিসার বিনা হেলমেটে বাইক চালাচ্ছিলেন। কাজেই অ্যাক্সিডেন্টের সময় হেলমেট না থাকায় মাথার ডান দিকে গুরুতর চোট লাগার ফলে মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই ওই টোটো চালককে পুলিশি হেফাজতে আনা হয়েছে।

এর আগেও পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ব্যারাকপুরের পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগের সাব ইন্সপেক্টর উজ্জলের লরির সাথে একইভাবে তার বাইকের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু ঘটে ওই অফিসারের। এছাড়াও গত বছর জুলাই মাসে হুগলি জেলার জাতীয় সড়ক বরাবর একটি পথ দুর্ঘটনা ঘটে। সেখানে ভাস্বর সাঁতার নামক এক পুলিশ গাড়ি চালকের মৃত্যু হয় এবং গাড়িতে থাকা অন্য তিন পুলিশকর্মী গুরুতর আহত হন। চলতি বছরের জুলাই মাসে জামালপুরে সিআইডি অফিসার এবং দুজন সিভিক ভলেন্টিয়ার এর পথদুর্ঘটনায় মৃত্যু হয়।

আমাদের দেশে নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব পুলিশের। সাধারণ মানুষের স্বার্থে জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন কাজে ঝাঁপিয়ে পড়তে হয় তাদের। কাজেই সাধারণ মানুষসহ পুলিশদেরও রাস্তাঘাটে নিজেকে নিরাপদ রাখার উদ্দেশ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।