পশ্চিমবঙ্গ স্পোর্টস ডেস্কঃ- ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচ আর্সেনাল বনাম টটেনহ্যাম হটস্পার ম্যাচ হয়ে উঠল উত্তপ্ত । আর্সেনালের বিপক্ষে ম্যাচ হেরে সেই দলের গোলরক্ষক অ্যারন র্যামসডেলের সঙ্গে বিপাকে জড়িয়ে পড়েন ব্রাজিলের নম্বর নাইন রিচার্লিসন। আর্সেনালের বিপক্ষে গোল না পাওয়ায় মেজাজ হারালেন বিশ্বকাপের সেরা গোলের মালিক। মাঠের ভেতর ঢুকে আর্সেনালের গোলরক্ষক র্যামসডেলকে লাথি মারেন টটেনহ্যামের এক সমর্থক। এই ঘটনায় পরিস্থিতি হয় অনেক বেশি উত্তপ্ত।
আর্সেনাল টটেনহ্যামকে তাদেরই ঘরের মাঠে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে। ম্যাচটি জিতলেও খেলার শেষটা ভালো হয়নি। গোল করার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলে রিচার্লিসন। কিন্তু আর্সেনালের গোলপোস্টের সামনে পাহাড়ের মত দাঁড়িয়ে ছিলেন গোল রক্ষক অ্যারন র্যামসডেল। তারপরেই দেখা যায় গোলরক্ষকের সামনে গিয়ে তাকে ধাক্কা মারলেন রিচার্লিসন। খেলার পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই দুজন সতীর্থ খেলোয়াড় সামাল দেন সেই পরিস্থিতি।
তারপর ঘটে আরও একটি খারাপ ঘটনা। ৯০ মিনিটের শেষ বাঁশি বাজার পর গোলপোস্টের পেছনে থাকা জলের বোতল আনতে গেছিলেন র্যামসডেল। মাঠের বাইরে থাকা স্পার্স সমর্থকেরা তাকে অনেক কিছু বলেন। সেই সময় হঠাৎই একজন টটেনহ্যাম সমর্থক স্টেডিয়ামের সাইড হোর্ডিং টোপকে এসে সপাটে লাথি মারলেন র্যামসডেলকে। সেই সময় মেজাজ হারিয়ে ফেলেন আর্সেনালের গোলরক্ষক। পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার আগেই মাঠে ঢুকে পড়েন নিরাপত্তা কর্মীরা। সেই সমর্থককে ধরে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে।
I would hope Tottenham fans are as disgusted as everyone else by this cowardly muppet >> pic.twitter.com/2e9cnOxxC4
— Piers Morgan (@piersmorgan) January 16, 2023
এই ঘটনার ফলে ম্যাচের শেষে বিবৃতি জমা করে ক্ষমা চেয়েছে টটেনহ্যাম। তারা বলেছেন ,” ম্যাচের শেষে আমাদের একজন সমর্থক লাথি মেরেছে আর্সেনালের গোলরক্ষক কে। এই ঘটনার জন্য আমরা সবার কাছে ক্ষমাপ্রার্থী। ফুটবলে কখনোই এরকম ঘটনা মোটেই মেনে নেওয়া যায় না। সেই দোষী সমর্থক এর ওপর কড়া ব্যবস্থা নেওয়া হবে। স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ নিয়ে বিষয়টি দেখা হচ্ছে। পুলিশকে গোটা বিষয়ে জানানো হয়েছে। কোনমতেই দোষীকে ছেড়ে দেওয়া হবে না।”
অন্যদিকে বিবৃতি জারি করেছে ইংলিশ প্রিমিয়ারলিগও। তারা জানিয়েছেন ,” আর্সেনাল এবং টটেনহ্যাম ম্যাচে যে ঘটনা ঘটেছে সেটি ঘটা একদমই উচিত ছিল না। ফুটবলে কোনও হিংসার জায়গা নেই। খেলোয়ারদের সুরক্ষা নিশ্চিত করার কথা ভাবতে হবে। এই ধরনের ঘটনা ঘটালে দোষীর ওপর করা পদক্ষেপ নেওয়া হবে।”