পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর মন্তব্য নিয়ে টুইটারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। তৃণমূল সাংসদের রাজ্যপালকে জেলে ঢোকানোর কথা নিয়ে এবার জবাব দিলেন খোদ রাজ্যপাল নিজেই।
রাজ্যপাল জগদীপ ধনকড় নিজের টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করে তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ের মিডিয়াকে দেওয়া একটি বক্তব্যকে তুলে ধরে মন্তব্য করেন। তিনি সেই টুইটে লেখেন “কল্যান বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে আমি স্তম্ভিত। তিনি তৃণমূলের একজন প্রবীণ নেতা। একজন অভিজ্ঞ আইনজীবি। তার মুখে এমন কথা শুনে আমি স্তম্ভিত।”
তিনি ওই টুইটে আরো লেখেন যে “বাংলার সংস্কৃতিবান মানুষদের কাছে এই আমি এই বিষয়টা ছেড়ে দিতে চাই। তারাই এর বিচার করবেন।” রাজ্যপাল জগদীপ ধনকড়কে নিয়ে তৃণমূল কংগ্রেসের সাথে দ্বন্দ্ব নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে রাজ্যপালের সাথে বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের শাসকদলের মতের অমিল পাওয়া গিয়েছে। আর সেখান থেকেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
He is senior functionary @AITCofficial @MamataOfficial
He is senior parliamentarian @LokSabhaSectt
He is senior advocate @barcouncilindia @barandbench
Just stunned but leave the matter to sound discretion of cultured people of West Bengal and media @PTI_News @IndEditorsGuild pic.twitter.com/i7bZ0wE5G9
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 23, 2021
এমনকি বাংলায় এখন রাজ্যপাল এবং শাসক দলের এই দ্বন্দ্বকে ‘রাজ্যপাল বনাম রাজ্যে’ এর নাম দেওয়া হয়েছে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্য করে বলেন “রাজ্যপালের বিরুদ্ধে থানায় ডায়েরি করুন। যা নিয়ে এখন কিছু হবে না। যেদিন ওনার মেয়াদ শেষ হবে সেই দিনই ব্যবস্থা নেওয়া হবে। ওনাকে ঢোকানো হবে এই প্রেসিডেন্সি জেলেই।”
কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরো বলেন “রাজ্যপালের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া যায় না, আমি জানি। কিন্তু এখন থেকেই ডায়েরি করে রাখুন। ওনার মেয়াদ শেষ হলেই ব্যবস্থা নেওয়া হবে। তখন ওই কেস গুলো কে আবার খোলা হবে।”