পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সারা বিশ্বে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। প্রতিদিন আক্রান্ত হচ্ছে লক্ষাধিক মানুষ। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও করোনা ভাইরাসের বাড় বাড়ন্ত আবারও শুরু হয়েছে। আবারও প্রধানমন্ত্রী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভার্চুয়াল বৈঠক করে বিপর্যয়ের মোকাবিলার পথ বার করার চেষ্টা করছে।
ভারতের যে সব রাজ্যগুলি বেশী পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে করোনা ভাইরাসের প্রভাবে সেগুলি হল, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, দিল্লী, পাঞ্জাব। তার মধ্যে সবচেয়ে বেশী ক্ষতির সম্মুখীন হয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি একেবারে সাংঘাতিক আকার নিয়েছে।
এই পরিস্থিতিতে কদিন আগেই মহারাষ্ট্রে আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে এবং জারি হয়েছে নাইট কার্ফু। কিন্তু কিছুতেই করোনা পরিস্থিতি বাগে আনতে পারছেনা মহারাষ্ট্র সরকার। সেক্ষেত্রে এবারে পুরো রাজ্যে সম্পূর্ণ লক ডাউনের প্রস্তাব দিলেন মহারাষ্ট্রের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী বিজয় ওয়াদেতিওয়ার।
যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। মহারাষ্ট্রের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী বিজয় ওয়াদেতিওয়ার জানান যে, এই মুহূর্তে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। এছাড়া বিজয় ওয়াদেতিওয়ার আরও জানান যে, বর্তমানে রাজ্যে করোনা ভাইরাসের অ্যাকটিভ মামলা হল ৫.৩১ লক্ষ।
প্রতিদিন হু হু করে বাড়ছে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা। বিজয় ওয়াদেতিওয়ার মনে করছেন যে এইভাবে যদি করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়তে থাকে তবে খুব তাড়াতাড়ি সংখ্যাটা দশ লক্ষে পৌঁছে যাবে। তখন এই বিপর্যয়ের সাথে মোকাবিলা করা সম্ভব হবেনা।
সেক্ষেত্রে করোনা ভাইরাসের এই চেইন ভাঙতে রাজ্যে লক ডাউনের কথা চিন্তা করছে উদ্ভব ঠাকরের সরকার। শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া আবারও হয়ত সম্পূর্ণ লক ডাউন হতে পারে রাজ্যে বলে মনে করছেন বিজয় ওয়াদেতিওয়ার।