পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার সাক্ষী থাকলো ঝাড়খণ্ডের ধানবাদ শহর। বেশ কিছুদিন ধরেই শহরবাসী দেখেছে এক গ্লাইডার বিমানকে শহরের উপর দিয়ে উড়ে বেড়াতে। তবে বৃহস্পতিবার বিকেলে সেই গ্লাইডার বিমানটি উড়তে উড়তে ভেঙে পড়লো স্থানীয় একটি বাড়ির ছাদে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্লাইডার বিমানটি বৃহস্পতিবার বিকেলে বহবাওড্ডা বিমান স্ট্রিপ থেকে ওড়ে। কিছুক্ষন ওড়ার পর সেটি বীরসা মুণ্ডা পার্কের কাছে অবস্থিত নিলেশ কুমার নামের এক ব্যক্তির বাড়ির ছাদের ওপর ভেঙে পড়ে। বিমান বন্দর থেকে দুর্ঘটনাস্থল মাত্র ৫০০ মিটার দূরে।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। তবে দুর্ঘটনার আসল কারণ এখনো জানা যায়নি। বিমানটি ভেঙে পড়ার পর তাতে আগুন লেগে না যাওয়ায় বড় সড় ক্ষতি এড়ানো গিয়েছে। এই ঘটনার পর সেখানে স্থানীয় মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বারোয়াদা থানার পুলিশ। পুলিশ দুর্ঘটনাস্থলে ক্যাম্প করেছে।
এই ঘটনায় বাড়ির লোকজন অল্পের জন্য রক্ষা পেলেও বিমান চালক এবং বিমানের মধ্যে থাকা একজন যাত্রী গুরুতর ভাবে জখম হয়েছেন৷ স্থানীয় মানুষজন উভয়কেই উদ্ধার করে। দ্রুতই তাদের নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ তবে তাঁদের অবস্থা বেশ আশঙ্কাজনক। উপস্থিত লোকজন জানায়, বিমানটি বিকট শব্দ করে ওই বাড়ির উপর ভেঙে পড়ে। ঘটনার অভিঘাতে পুরো এলাকা ভূমিকম্পের মতো কেঁপে ওঠে।