পশ্চিমবঙ্গ ডেস্কঃ গত কয়েক মাস ধরেই পেট্রোপণ্যের দাম অগ্নিমূল্য। পেট্রোপণ্যের দাম নিম্নমুখী হওয়ার কোন নামই ছিলনা। প্রতিদিন সকাল ৬ টার সময় পরিবর্তন হয় পেট্রোপণ্যের দাম। দেশের বিভিন্ন রাজ্যে ভ্যালু এডেড ট্যাক্স বিভিন্ন হওয়ায় অন্যান্য রাজ্যগুলিতেও পেট্রোল ও ডিজেলের দাম ভিন্ন।
তবে এবার মধ্যবিত্ত একটু স্বস্তি পাচ্ছে। গত দুদিন হল পেট্রোপণ্যের দাম নিম্নমুখী হয়েছে। আজও পেট্রোপণ্যের দাম কিছুটা কমলো। তবে এই স্বস্তির নিঃশ্বাস কত দিন থাকবে সেটা বলা মুশকিল। তবে ভোটের মুখেই কেন পেট্রোপণ্যের দাম কমলো ? তা নিয়েও প্রশ্ন উঠছে বহু।
পেট্রোপণ্যের দাম বৃদ্ধি ও কম হওয়াতেও রাজনৈতিক মহলেও জল্পনা ছড়িয়েছে বহুদূর। পেট্রোপণ্যের দাম বৃদ্ধি হতে হতে ১০০ পার হয়েছে। এবার কতটা কমলো পেট্রোপণ্যের দাম?
আজ বৃহস্পতিবার প্রতি লিটার পেট্রোলের দাম (Petrol Price) ২১ পয়সা প্রতি লিটার কমেছে এবং ডিজেলের দাম (Disel Price) ২০ পয়সা প্রতি লিটারে কমেছে। আসুন জেনে নেওয়া যাক মেট্রো শহরগুলিতে পেট্রোলের দাম কোথায় কত –
- কলকাতায় আজ পেট্রোলের দাম (Petrol Price) প্রতি লিটার ৯০ টাকা ৯৮ পয়সা।
- দিল্লিতে আজ পেট্রোলের দাম প্রতি লিটার ৯০ টাকা ৭৮ পয়।
- মুম্বাইতে আজ পেট্রোলের দাম প্রতি লিটার ৯৭ টাকা ১৯ পায়সা।
- চেন্নাইতে আজ পেট্রোলের দাম প্রতি লিটার ৯২ টাকা ৭৭ পয়সা।
গত কয়েক মাস ধরেই পেট্রোপণ্যের দাম নিম্নমুখী হওয়ার নামই নেয় নি। তবে গতকাল বুধবার রাষ্ট্রয়ত্ত তেল সংস্থাগুলি প্রতি লিটার পেট্রোলে (Petrol Price) ১৮ টাকা এবং প্রতি লিটার ডিজেলে (Disel Price) ১৭ টাকা করে কমিয়েছে। তার ফলেই কিছুটা কম হয়েছে পেট্রোপণ্যের দাম। আসুন জেনে নেওয়া যাক মেট্রো শহরগুলিতে ডিজেলের দাম কোথায় কত-
- কলকাতাতে আজ ডিজেলের দাম (Disel Price) প্রতি লিটার ৮৩ টাকা ৯৮ পায়সা।
- দিল্লিতে আজ ডিজেলের দাম প্রতি লিটার ৮১ টাকা ১০ পয়সা।
- মুম্বাইতে আজ ডিজেলের দাম প্রতি লিটার ৮৮ টাকা ২০ পয়সা।
- চেন্নাইতে আজ ডিজেলের দাম প্রতি লিটার ৮৬ টাকা ১০ পয়সা।