প্লাটফর্ম টিকিট, ভারতীয় রেল, রেলের ভাড়া বৃদ্ধি, ভাড়া বৃদ্ধি, platform ticket,
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- লকডাউনে দীর্ঘ কয়েক মাস রেল পরিষেবা বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে ভারতীয় রেলকে। দূরপাল্লার ট্রেনের ভাড়া এর আগেই বাড়ানো হয়েছে। তবে ভারতীয় রেল এবার ভাড়া বাড়াতে চলেছে প্ল্যাটফর্ম টিকিটের।

লকডাউনে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল রেলের পরিষেবা। গত বছরের মার্চ মাসে রেলের পরিষেবা বন্ধ হয়ে গেলে পরে শ্রমিক এবং পড়ুয়াদের জন্য চালু করা হয়েছিল বিশেষ ট্রেন। সেই সময়ে দেশের অর্থনীতির কিছুটা অংশ সামলাতে বন্ধ করা হয়নি পণ্যবাহী ট্রেনগুলিকে।

প্লাটফর্ম টিকিট, ভারতীয় রেল, রেলের ভাড়া বৃদ্ধি, ভাড়া বৃদ্ধি, platform ticket,
ছবি – প্ল্যাটফর্ম টিকিট

কিছুদিন আগেই দূরপাল্লার ট্রেনের ভাড়া বাড়িয়েছে ভারতীয় রেল। কিন্তু এবার এক ধাক্কায় প্রায় পাঁচ গুণ ভাড়া বাড়তে চলেছে স্টেশনের প্ল্যাটফর্ম টিকিটের। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুম্বাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন গুলির জন্য। আগে প্লাটফর্ম টিকিট এর জন্য ভাড়া বাবদ ছিল ১০ টাকা। কিন্তু এবার সেটিকে বাড়িয়ে একেবারে প্ল্যাটফর্ম টিকিটের দাম হবে ৫০ টাকা।

ভারতীয় রেলের তরফ থেকে এই বিষয়ে জানানো হয়েছে, বিনা কারনে কেউ যাতে স্টেশনে জমায়েত না করতে পারে তার জন্যই প্লাটফর্ম টিকিট এর ভাড়া বাড়ানো হয়েছে। যে স্টেশন গুলির জন্য এই নতুন ভাড়া বাবদ ঠিক করা হয়েছে সেগুলি হল মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস, লোকমান্য তিলক টার্মিনাস, কল্যাণ জংশন, পানভেল, ভিওয়ান্ডি রোড এবং দাদর স্টেশন। তবে এই ভাড়া দিতে হবে পয়লা মার্চ থেকে ১৫ ই জুন পর্যন্ত।

করোনা ভাইরাস আবার নতুন করে থাবা বসিয়েছে মহারাষ্ট্রে। পরিস্থিতি এমন অবস্থায় এগিয়ে যাচ্ছে যে আবার যে কোন মুহূর্তে গোটা মহারাষ্ট্রে জারি হতে পারে লকডাউন। রেলের এই ভাড়া বাড়ানো কে অনেকে ইতিবাচক দিক হিসেবে নিচ্ছেন। তাদের মতামত বড় বড় স্টেশনগুলোতে যাতে কোনোভাবেই জমায়েত না হয় তার ব্যবস্থা করা দরকার আগে থেকেই ছিল। এই ভাড়া বৃদ্ধিতে কিছুটা হলেও কমবে বিনা কারণে জমায়েত।