পশ্চিমবঙ্গ ডেস্কঃ কে কোথায় ফাঁকি দিচ্ছে, তা সবকিছুই ড্রোন উড়িয়ে চুপিচুপি নজরে রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির একটি অনুষ্ঠানে গিয়ে এমনটাই জানালেন তিনি। শুধু তাই নয়, তার পাশাপাশি তিনি বুঝিয়ে দিলেন, কাজে ফাঁকি দেওয়া তিনি মোটেও পছন্দ করেন না। যদি কেউ কাজে ফাঁকি মারার চেষ্টা করে, তবে তিনি তা ডিজিটাল পাখির চোখ দিয়ে সবকিছুই নজরবন্দি করবেন।
গতকাল শুক্রবার, দিল্লির প্রগতি ময়দানে ড্রোন নিয়ে একটি মহা উৎসবের আয়োজন করা হয়। এ দিন দিল্লির প্রগতি ময়দানে “ভারত ড্রোন মহাউৎসব” এর উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তিনি তা নিজ হাতেই উদ্বোধন করলেন। তবে ওই অনুষ্ঠানে গিয়ে কার্যত তিনি নিজের গোপন তথ্য ফাঁস করলেন।
জানিয়ে রাখি, বর্তমান যুগে মানুষের একটি অঙ্গ হয়ে উঠছে ড্রোন নামক একটি যন্ত্র। এই যন্ত্রটি ব্যবহার করে পাখির মতো আকাশ থেকে প্রকৃতির ছবি নজরবন্দি বা ক্যামেরাবন্দি করা যায়। ভারত ড্রোন মহা উৎসবে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, কোথাও কোনো কাজে কেউ ফাঁক দিচ্ছে কিনা, ড্রোন উড়িয়ে চুপি চুপি সমস্তকিছুই নজরে রাখেন তিনি।
তিনি জানিয়েছেন, দেশের সমস্ত প্রান্তে গিয়ে নজরদারি চালানো তার পক্ষে সম্ভব নয়। আর সেই জন্যই দেশের বিভিন্ন প্রান্তে নজরদারি চালানোর জন্য ড্রোনের সাহায্য নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, “ড্রোনের মাধ্যমে সব নজরে রাখি, কোথায় কাজ হচ্ছে, আর কোথায় ফাঁকিবাজি।”
“I conduct surprise inspections of development work across the country with the help of drones,” says PM Modi at 2-day Bharat Drone Mahotsav 2022 in Delhi pic.twitter.com/lluVcO2SQx
— ANI (@ANI) May 27, 2022
এছাড়াও তিনি ওই উদ্বোধনী অনুষ্ঠানে আরও বলেন, “বিপর্যয় মোকাবিলা, কৃষিক্ষেত্র, নজরদারি চালানো, এমনকী পর্যটনের ক্ষেত্রেও আগামী দিনে ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জনসেবামূলক কাজে একটা বিপ্লব আনবে ড্রোন।” দেশের প্রধানমন্ত্রী কোথায় কি কাজ হচ্ছে তা সঠিকভাবে নজরদারি চালাতে ড্রোন এর ছবি ভরসা যোগ্য বলে মনে করেন। দেশের উন্নয়নে আগামী দিনে ড্রোনের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি।
ভারতকে ড্রোন প্রযুক্তির হাব হিসাবে গড়ে তোলার জন্য ড্রোন প্রস্তুতকারক সংস্থাগুলি কে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, “দেশে ড্রোনের ব্যবহারের অতিরিক্ত নিয়মগুলি ঝেড়ে ফেলা হয়েছে। আরও সরলীকরণ করা হয়েছে ড্রোন ব্যবহারের নিয়ম। পুলিশ, ট্রাফিক, প্রত্যন্ত অঞ্চলে ড্রোনের গুরুত্ব অসীম।”