অক্সিজেন কনসেনট্রেটর, করোনা ভাইরাস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সারা দেশে করোনার দ্বিতীয় ঢেউ একেবারে সুনামির মত আছড়ে পড়েছে। এমত অবস্থায় হাসপাতালে কম পড়ছে বেড এবং রোগীদের জন্য ঘাটতি হয়েছে অক্সিজেনের। সারা দেশের বিভিন্ন রাজ্যে অক্সিজেনের বিপুল ঘাটতি মেটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেই বৈঠকের পরই দেশের অক্সিজেনের ঘাটতি মেটাতে বড় সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী মোদী।

প্রধানমন্ত্রী বৈঠকের পর জানান যে, প্রধানমন্ত্রী কেয়ার্স তহবিল থেকে ১ লক্ষ পোর্টেবল অক্সিজেন কনসেন্টেটর সংগ্রহ করা হবে। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে বলেন যে, পিএম কেয়ার ফান্ডের টাকায় ৭১৩ টি পিএসএ প্ল্যান্ট, ৫০০ নতুন প্রেসার সুইং অ্যাডজরপসেন অক্সিজেন প্ল্যান্ট কেনারও নির্দেশ দেন।

এর সাথে প্রধানমন্ত্রী আরও যোগ করেন যে, সমস্ত পিএসএ প্ল্যান্ট ডিআরডিও এবং সিএসআইআর দ্বারা বিকশিত এবং দেশীয় প্রযুক্তি এবং নির্মাতাদের কাছে হস্তান্তরের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। এই ঘোষণার ফলে পিএসএ প্ল্যান্ট স্থাপন আর পোর্টেবেল অক্সিজেন কন্সেনট্রেটর সংগ্রহের চাহিদা ব্যপক ভাবে বৃদ্ধি করবে বলে বিশ্বাস প্রধানমন্ত্রীর।

বর্তমানে ভারত করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এর সম্মুখীন। এমত অবস্থায় এক এক দিনে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এমত অবস্থায় সবচেয়ে শোচনীয় অবস্থা দিল্লী, পাঞ্জাব, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের। হাসপাতালে বেড এবং অক্সিজেনের অভাবে মৃত্যুর মুখে ঢোলে পড়ছে বহু সাধারণ মানুষ।

দেশে অক্সিজেনের চাহিদা মেটাতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে একের পর এক ভার্চুয়াল বৈঠক করেন মোদী। এমত অবস্থায় প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত যে বহু করোনা আক্রান্তের জীবন রক্ষা করবে তা বলাই বাহুল্য।