কাতার বিশ্বকাপের নিয়মাবলী, কাতার বিশ্বকাপ, qatar world cup rules and regulations
ফুটবল বিশ্বকাপে কাতার সরকারের নতুন নিয়মাবলী, যা না মানলে জেলও হতে পারে সমর্থকদের | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ স্পোর্টস ডেস্কঃ- বিশ্বকাপ জ্বরে পুড়ছে গোটা বিশ্ব। আগামী ২০ নভেম্বর থেকে কাতারে অনুষ্ঠিত হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। মধ্যপ্রাচ্যের দেশে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। প্রায় দশ লক্ষেরও বেশি ফুটবল প্রেমী কাতার ভ্রমণ করবেন বলে মনে করা হচ্ছে। তবে এবার বিশ্বকাপ চলাকালীন কাতার ভ্রমণকারী সমর্থকদের ওপর থাকছে বিশেষ কিছু নিষেধাজ্ঞা। বিশ্বকাপ শুরু হওয়ার আগে দর্শকদের জন্য বেশ কিছু নিয়মাবলী জারি করেছে কাতার সরকার, যা না মানলে জেলও হতে পারে সমর্থকদের।

কাতারে যারা বিশ্বকাপ দেখতে যাচ্ছেন তাদের বেশ কিছু কাজের ওপর থাকছে নিষেধাজ্ঞা। যেমন অ্যালকোহল আমদানি অবৈধ, সেক্সটয়, শুয়োরের মাংস এবং পর্নোগ্রাফির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন কাতার সরকার। এই বিষয়গুলিকে মেনে চলার কথা বলা হয়েছে দর্শকদের উদ্দেশ্যে। এই বিষয়গুলি অমান্য করলে হাজত পর্যন্ত যেতে হতে পারে দর্শকদের।

এছাড়া, এয়ারপোর্টে লাগেজ স্ক্যানের সময় যদি কোন ওষুধ পাওয়া যায়, তার জন্য প্রেসক্রিপশন দেখাতে হবে ভ্রমণকারীকে। এছাড়া মদ্যপান নিয়ে খুব কড়াকড়ি আছে কাতারে। এটি একটি ইসলামিক দেশ হওয়ায় এখানে মদ্যপান করা একটি অপরাধ বলে মান্য করা হয়।

কাতার বিশ্বকাপের নিয়মাবলী, কাতার বিশ্বকাপ, qatar world cup rules and regulations
ফুটবল বিশ্বকাপে কাতার সরকারের নতুন নিয়মাবলী, যা না মানলে জেলও হতে পারে সমর্থকদের | ছবি – সংগৃহীত

তবে বিশ্বকাপের কথা মাথায় রেখে এই নিয়মে কিছু ফের বদল করা হয়েছে। দোহার বাসিন্দারা লাইসেন্স এর মাধ্যমে নিজেদের বাড়িতে মদ্যপান করতে পারবেন। বিশ্বকাপ চলাকালীন মাদক দ্রব্য ক্রয় করলে বেশি পরিমাণ কর দিতে হবে। বিশ্বকাপ চলাকালীন এই কর প্রযোজ্য থকবে। তবে যেখানে সেখানে মদ্যপান করা চলবে না। শুধুমাত্র হোটেলগুলোতে এবং লাইসেন্সপ্রাপ্ত বারগুলোতে মাদক দ্রব্য পাওয়া যাবে। দর্শকরা স্টেডিয়াম এর ভেতরে মাদকদ্রব্য আনতে পারবেন না। যদি কোন দর্শক স্টেডিয়ামে অ্যালকোহল বিক্রির চেষ্টা করে থাকেন তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ইসলামিক দেশে মদ্যপানের বয়স ২১ বছর হতে হবে। মদ্যপানের জন্য হোটেলে প্রবেশ করার আগে বার বাউন্সার ফটো আইডি বা পাসপোর্ট এর জন্য দাবি করতে পারেন।

কাতার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ভ্রমণকারীরা যেন স্থানীয় ঐতিহ্য ও রীতিনীতিকে সম্মান করেন। সাধারণ রাস্তাঘাটে ঘনিষ্ঠ হওয়া, মাতলামি করা, অশালীন আচরণ এবং অশালীন পোশাক পরা একদম মান্য করা হবে না। অনেক দেশের ফুটবল স্টেডিয়াম গুলোতে দর্শকেরা চুম্বন করে থাকেন। এই বিশ্বকাপে সেটির উপর নিষেধাজ্ঞা জারি করেছে কাতার সরকার। কোন ব্যক্তির অনুমতি ছাড়া ছবি তোলার ফলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।