পশ্চিমবঙ্গ স্পোর্টস ডেস্কঃ- ২০২১ এর আইপিএলের নিলামে ভেঙে গেল সর্বকালের দামি প্লেয়ারের রেকর্ড। সাউথ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিসকে চড়া দামে কিনে নিল রাজস্থান রয়্যালস। রেকর্ড ১৬ কোটি ২৫ লক্ষ টাকার বিনিময়ে ক্রিস মরিসকে নিজেদের দলে নিয়ে নিল রাজস্থান রয়্যালস।
২০২১ আইপিএলের আগে এবারের নিলামে সব ফ্র্যাঞ্চাইজি নিজেদের দল গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। এবারের নিলামের আগে থেকেই কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারদের দলে নেয়ার জন্য ঝাপাবে প্রায় সমস্ত দল তা পরিস্কার বোঝা যাচ্ছিল।
স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, শাকিব আল হাসান, রিচার্ডসন, ক্রিস মরিসদের মত ক্রিকেটারদের নিজেদের দলে নেওয়ার জন্য সবাই মুখিয়ে থাকবে এটা আশা করা যাচ্ছিল। ঠিক হল তাই। সবাইকে চমকে দিয়ে সাউথ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিস আইপিএল ইতিহাসে নিলামে সর্বোচ্চ দাম পাওয়া ক্রিকেটার হয়ে গেলেন। ১৬ কোটি ২৫ লক্ষ টাকার বিনিময়ে তাকে নিজেদের দলে নিয়ে নিল রাজস্থান রয়্যালস।
অন্যদিকে নিজের পুরনো দল কলকাতা নাইট রাইডার্সে ফিরলেন বাংলাদেশী অলরাউন্ডার শাকিব আল হাসান। ৩ কোটি কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে সাকিব আল হাসানকে নিজেদের দলে নিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স। বিধ্বংসী ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল ১৪ কোটি ২৫ লক্ষ টাকার বিনিময়ে আগামী আইপিএলে খেলবেন রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এর হয়ে।
এখনো পর্যন্ত এবারের এবারের আইপিএল নিলামে দেখে নেওয়া যাক কোন প্লেয়ার কোন দলে যোগ দিলোঃ-
১) অস্ট্রেলীয় ব্যাটসম্যান স্টিভ স্মিথ ২ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে যোগ দিলেন দিল্লী ক্যাপিটালসে।
.@stevesmith49 moves to @DelhiCapitals for INR 2.20 Cr. @Vivo_India #IPLAuction pic.twitter.com/gDoNb1frkV
— IndianPremierLeague (@IPL) February 18, 2021
২) ১৪ কোটি ২৫ লক্ষ টাকার বিনিময়ে গ্লেন ম্যাক্সওয়েলকে নিজেদের দলে নিয়ে নিল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।
Base Price – INR 2 Crore
Sold for – INR 14.25 Crore@Gmaxi_32 heads to @RCBTweets after a fierce bidding war. 😎🔥 @Vivo_India #IPLAuction pic.twitter.com/XKpJrlG5Cc— IndianPremierLeague (@IPL) February 18, 2021
৩) সাউথ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিসকে রেকর্ড ১৬ কোটি ২৫ লক্ষ টাকার বিনিময়ে নিজেদের দলে নিয়ে নিল রাজস্থান রয়্যালস।
Base price – INR 75 Lac
Sold for – INR 16.25 Cr@rajasthanroyals win the bidding war to bring @Tipo_Morris on board. 🔥🔥@Vivo_India #IPLAuction pic.twitter.com/m5AMqKE1Dy— IndianPremierLeague (@IPL) February 18, 2021
৪) বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৩ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে নিজেদের দলে নিল কলকাতা নাইট রাইডার্স।
.@KKRiders bring @Sah75official on board for INR 3.2 Cr. @Vivo_India #IPLAuction pic.twitter.com/VvolLQsVv2
— IndianPremierLeague (@IPL) February 18, 2021
৫) ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলিকে ৭ কোটি টাকার বিনিময়ে নিজেদের দল নিয়ে নিল চেন্নাই সুপার কিংস।