lionel messi, world cup referee, kylian mbappe, goal cancel
মেসির দ্বিতীয় গোল বাতিল ? "এমবাপ্পের তৃতীয় গোলটি দেখুন," মুখ খুললেন ফাইনালের রেফারি

পশ্চিমবঙ্গ স্পোর্টস ডেস্কঃ- এই বছর কাতার বিশ্বকাপে ফাইনাল ম্যাচে ফ্রান্স বনাম আর্জেন্টিনার অতিরিক্ত সময়ে লিওনেল মেসির করা দ্বিতীয় গোলটি বাতিল হওয়া উচিত ছিল এমনটাই দাবি করেছিলেন ফরাসিরা। কিন্তু এবার সেই প্রশ্নে মুখ খুললেন ফাইনাল ম্যাচের রেফারি সাইমন মার্চিনিয়াক।

লুসাইল স্টেডিয়ামে ১৮ ডিসেম্বর রবিবার ফাইনালে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ৯০ মিনিট খেলা হওয়ায় পর ২-২ গোলে নির্ধারিত সময় শেষ হয়। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৮ মিনিটের মাথায় গোল করেছিলেন মেসি, স্কোর লাইন দাঁড়ায় ৩-২।

আর্জেন্টাইন অধিনায়কের গোল কেন বাতিল করা হবে না, তা নিয়ে দাবি জানিয়েছিলো ফরাসি গণমাধ্যম এল-ইকুইপ। সেই গণমাধ্যম যুক্তি দেখিয়ে ছিল গোল হওয়ার সময় মাঠে আর্জেন্টাইন বেঞ্চের কিছু খেলোয়াড় মাঠের লাইন অতিক্রম করে মাঠের ভেতরে ঢুকে পড়েছিল।

সেই ফরাসি সংবাদমাধ্যমের প্রতক্রিয়া জানানোর পর তার জবাবে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে নেওয়া গোলের ভিডিও রেফারি মার্চিনিয়াক দেখালেন গণমাধ্যমকে। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ম্যাচের শেষ তিন মিনিট বাকি থাকতে এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-৩ করে দিয়েছিলেন। রেফারি জানান ফরাসিরা এই ছবিটা কোথাও উল্লেখ করেনি, ” আপনারা প্রত্যেকেই স্পষ্ট দেখতে পাচ্ছেন এমবাপ্পে গোল করার সময় ফ্রান্সের সাতটি খেলার মাঠের লাইনের ভেতর ঢুকে পড়েছিল।”

এছাড়াও আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ অনেক বিতর্কে জড়িয়ে পড়েছেন। ম্যাচের শেষে এমবাপ্পেকে নিয়ে আর্জেন্টাইন ড্রেসিংরুমে ট্রল করেছিলেন মার্টিনেজ। এরপর দেশে ফিরে মঙ্গলবার বুয়েনস এইরেসে প্যারেড এর সময় এমবাপ্পের একটি পুতুল নিয়ে এমিলিয়ানো মার্টিনেজ কে উল্লাস করার দৃশ্য ভাইরাল হয়ে গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়াতে। তাই আর্জেন্টাইন ফুটবল সংস্থার কাছে এই বিষয় নিয়ে অভিযোগ জানিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন।