পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সাময়িকভাবে সাধারণ মানুষের জন্য সুখবর নিয়ে আসলো নভেম্বর। আজ থেকে কমতে চলেছে রান্নার এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। নভেম্বর শুরুতেই তেল বিপণন সংস্থাগুলি পেট্রোল-ডিজেলের দাম কমানোর কথা ঘোষণা করল। তেলের দাম কমার ফলে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই কমল এবার।
বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার প্রতি ১১৫ টাকা ৫০ পয়সা করে কমানো হয়েছে। গত জুন মাস থেকে এখনো পর্যন্ত বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম এই নিয়ে সাত বার কমানো হলো। তবে ঘরোয়া সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। গত ছয় মাস থেকে এখনো পর্যন্ত ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ৬১০ টাকা।
উল্লেখ্য, বাণিজ্যিক গ্যাসের দাম কমানো হয়েছে ১১৫ টাকা ৫০ পয়সা। গ্যাসের দাম এত কম হয়ার ফলে দিল্লিতে ওই গ্যাস সিলিন্ডারের দাম কমে এখন হয়েছে ১৭৪৪ টাকা। এর আগে ক্রেতাদেরকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম দিতে হতো ১,৮৫৯ টাকা। বাণিজ্যিক গ্যাসের দাম কমার ফলে কলকাতায় ওই গ্যাস সিলিন্ডারের দাম এখন হয়েছে ১৮৪৬ টাকা। সেখানে কলকাতাতে আগে ওই গ্যাস সিলিন্ডারের দাম দিতে হতো ১৯৫৯ টাকা। আজ থেকে চেন্নাইতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ১৮৯৩ টাকা। কিন্তু এর আগে চেন্নাইতে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে হলে খরচ করতে হতো ২০০৯ টাকা ৫০ পয়সা। অন্যদিকে মুম্বাইতে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলেন্ডার প্রতি ১৮৯৩ টাকা দিতে হতো, সেখানে আজ থেকে মুম্বাইতে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমে এখন দিতে হবে ১৮১১ টাকা ৫০ পয়সা।
গ্যাসের দাম কমেছে কিন্তু কোন গ্যাস ? কমেছে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। অন্যদিকে ঘরোয়া গ্যাসের দাম একই রয়েছে। ঘরোয়া ১৪ কেজি ২০০ গ্রাম এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমা তো দূরের কথা গত ৬ জুলাই এই গ্যাসের দাম বেড়েছিল আরও ৫০ টাকা। আপাতত ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম এখন রয়েছে ১,০৭৯ টাকা।