পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ পরপর বেশ কয়েকদিনের ঝড় বৃষ্টিতে আপাতত স্বস্তির আবহাওয়া পশ্চিমবঙ্গ জুড়ে। বৃষ্টির ফলে রাজ্যে তাপমাত্রা এতটাই নেমেছে যে কোথাও কোথাও সন্ধ্যের পর আবারও হালকা গরম জামা চাপাতে হচ্ছে। তবে এই আরাম বেশি দিনের নয়। মেঘ সরে গিয়ে রোদ উঠতেই আবারো চড়চড় করে বাড়তে থাকবে তাপমাত্রা। তবে হাওয়া অফিস জানিয়েছে, আপাতত এই সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত এই স্বস্তির পরিবেশ বজায় থাকবে। দেখে নিন কেমন থাকবে আজকের (২১শে মার্চ ২০২৩) আবহাওয়া –
আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ২৭ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ২১ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের গতিবেগঃ ৩ কিমি প্রতি ঘন্টা
বৃষ্টির সম্ভাবনা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৯৩ শতাংশ
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণঃ ৭১ শতাংশ
সূর্যোদয়ঃ ৫টা ৪১মিনিট
সূর্যাস্তঃ ৫টা ৪৮মিনিট
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ গোটা উত্তরবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে বিক্ষিপ্তভাবে কোন কোন জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শুধু আজই নয় আগামী ৩-৪ দিন ধরে পুরো উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া পরিষ্কার হতে হতে সপ্তাহ গড়িয়ে যাবে। বৃষ্টির ফলে উত্তরবঙ্গের তাপমাত্রা এখন অনেকটাই কম। আপাতত উত্তরবঙ্গের তাপমাত্রা ১৬ ডিগ্রী সেলসিয়াস থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের ভিতরে রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী ৪৮ ঘন্টা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বৃষ্টির সাথে সাথে কোন কোন জেলায় বিক্ষিপ্ত ভাবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া ক্রমশ পরিস্কার হয়ে যাবে।
তবে দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর ২৪ পরগনা জেলাতে বৃহস্পতিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী ২-৩ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় তেমন কোন হেরফের চোখে পড়বে না। তারপর থেকে ধীরে ধীরে আবারও তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
আগামীকালের আবহাওয়া
একটি ঘূর্ণাবর্তের জোরালো অক্ষরেখা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর থেকে ছত্রিশগড়, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। তার জেরেই এই বৃষ্টিপাত। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আগামী দুইদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত বুধবার থেমে গেলেও উত্তরবঙ্গে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের দরুন পুরো পশ্চিমবঙ্গ জুড়ে তাপমাত্রার বেশ খানিকটা পতন দেখা গিয়েছে।