ব্যাঙ্ক, আরবিআই,
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সরকারি, বেসরকারি, রাষ্ট্রায়ত্ত এবং বিদেশী সমস্ত ব্যাঙ্কের ক্ষেত্রে নতুন এবং এক গুচ্ছ নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বিদেশী ব্যাঙ্কের ক্ষেত্রে ভারতে পূর্ণ শাখার সংস্থান থাকলে তাদের ক্ষেত্রেই লাগু হবে এই নিয়ম।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লাগু হওয়া নতুন নিয়ম অনুযায়ী যে সমস্ত ব্যাঙ্কে একই ব্যক্তি একই পদে দীর্ঘকাল বহাল আছেন তাঁকে সেই স্থান থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হবে। অর্থাৎ কোনও ব্যাক্তি যদি ম্যানেজিং ডিরেক্টর বা এমডি, কিংবা চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও কিংবা হোল টাইম ডিরেক্টর পদে টানা ১৫ বছর ধরে বহাল থাকেন তবে তাঁকে সেই স্থান থেকে সরিয়ে দেওয়া হবে। যদি ফের সেই ব্যাক্তিকে সেই স্থানে বহাল করতে হয়, তবে তিন বছর পর তাঁকে ফের সেই স্থানে বসাতে হবে।

তাছাড়া উক্ত ব্যাক্তি এই তিন বছর ওই সংস্থার কোনও কাজের সাথে যুক্ত থাকতে পারবেনা। এছাড়াও উক্ত এমডি এবং সিইও ওই ব্যাঙ্কের প্রমোটার হলে তিনি ওই সংস্থায় ১২ বছর পর্যন্ত থাকতে পারবেন। এছাড়াও বয়স ৭০ বছর হলে সমস্ত পদ থেকে সরে যেতে হবে এবং ব্যাঙ্কের পরিচালন পর্ষদের চেয়ারম্যান এবং নন এক্সিকিউটিভ ডিরেক্টরের ক্ষেত্রে বয়সের ছাড় ৭৫ বছর।

বয়সের সাথে সাথেই নন এক্সিকিউটিভ ডিরেক্টরদের পারিশ্রমিক বেঁধে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। নতুন নির্দেশিকায় বলা হয়েছে যে, ব্যাঙ্কের সর্বচ্চো কর্ম কর্তাদের বেতন বেঁধে দেওয়া হয়েছে ২০ লক্ষ টাকা পর্যন্ত। এছাড়াও লেনদেন সম্পর্কিত সমস্ত ব্যবস্থা দেখার জন্য রিস্ক ম্যনেজমেনট কমিটি গড়ে তোলার নির্দেশ দিয়েছে আরবিআই।