পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- বহু প্রতীক্ষার অবসানের পর অবশেষে খুলল বেলুড় মঠের দ্বার। কিন্তু সেই আগের মতো ভক্তদের ভিড় এখন আর চোখে পড়ছে না। তবে কড়া করোনাবিধির নিয়ম মেনে দর্শনার্থীরা মঠে প্রবেশ করতে পারছেন।
রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী বেলুড় মঠ কতৃপক্ষ ১ লা সেপ্টেম্বর অর্থাৎ গতকাল থেকে মঠে প্রবেশের সময়সীমা পরিবর্তন করছেন।
বিগত কয়েকদিনের করোনার গ্রাফের দিকে দৃষ্টি দিলে দেখা যাবে যে, গ্রাফ ঊর্ধ্বমুখী থেকে নিম্নমুখী হচ্ছে অর্থাৎ রাজ্যে করোনার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আগস্টের ১৮ তারিখ থেকে দর্শনার্থীদের জন্য বেলুড়মঠের দরজা খুলে দেওয়া হয়েছে। দর্শনার্থীরা প্রত্যেক দিন সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত এবং বিকেল ৪ টা থেকে ৫ টা ৪৫ মিনিট পর্যন্ত দর্শন করতে পারছেন।
তবে যে কেউ ইচ্ছা করলেই মঠে ঢুকতে পারছেন না। সেইসব দর্শনার্থী ঢুকতে পারছেন যারা কোভিড ভ্যাকসিনের দুটি ডোজই নিয়েছেন। তবে ঢোকার সময় দর্শনার্থীকে অবশ্যই কোভিড ভ্যাকসিন নেওয়ার শংসাপত্র দেখাতে হচ্ছে। আর কোভিড বিধি যেন কোন প্রকারে ভঙ্গ না হয় সেদিকেও প্রশাসন কড়াভাবে নজর রাখছে।
পূর্ববর্তী নিয়ম অনুযায়ী ১ লা সেপ্টেম্বর সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত বেলুড় মঠ খোলা থাকছে। তবে বিকেলে দর্শনার্থীদের জন্য যে সময় সীমা ছিল সেটারই পরিবর্তন হয়েছে। পরিবর্তিত সময়সীমা হল বিকেল চারটে থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত। কিন্তু প্রবেশের সময় দর্শনার্থীকে মানতে হচ্ছে কঠোর নিয়ম।
মঠে প্রবেশের সময় কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার শংসাপত্র এর সাথে সাথে আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ডের জেরক্স কপি এর মধ্যে যেকোনো একটি ডকুমেন্ট দেখাতে হবে। যদি এগুলোর কোনটাই না থাকে সে ক্ষেত্রে ৭২ ঘন্টা আগে করা কোভিড টেস্টের রিপোর্ট দেখাতে বলা হচ্ছে। আর উপরিউক্ত ডকুমেন্টের কোনটাই যদি না থাকে সে ক্ষেত্রে দর্শনার্থীদের বেলুড় মঠ দর্শনের ইচ্ছাটাই অধরা থেকে যাচ্ছে।