পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ করোনাকে রুখতে সারা দেশজুড়ে চলছে লার্জেস্ট ভ্যাক্সিনেশন প্রক্রিয়া। তবে বারবার সাধারণ নাগরিকদের তরফ থেকে এসেছে বিভিন্ন রকমের অভিযোগ। এমনই এক কেলেঙ্কারির অভিযোগ উঠে আসলো ব্লক স্বাস্থ্য আধিকারিক এর নামে।
সারা দেশের ন্যায় পশ্চিমবঙ্গেও খুব দ্রুত গতিতে চলছে ভ্যাক্সিনেশন। তবে এবার উত্তর ২৪ পরগনার বারাসাতের ১ নম্বর ব্লকের বিএমওএইচ সব্যসাচী রায়ের বিরুদ্ধে অভিযোগ এসেছে করোনা টিকা বিক্রি করার। জানা যাচ্ছে, উত্তর ২৪ পরগনার ছোটজাগুলিয়া এলাকাতে করোনার ভ্যাকসিন বিক্রি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, তিনি উত্তর ২৪ পরগনার ছোটজাগুলিয়া এলাকার বাসিন্দা এক বৃদ্ধ-বৃদ্ধাকে বাড়ি গিয়ে ভ্যাকসিন দিয়েছিলেন। কিন্তু ভ্যাকসিন দেওয়ার পর তিনি টাকাও নেন তাদের কাছ থেকে। এই সংক্রান্ত একটি অডিও ক্লিপ ভাইরাল হতে নড়েচড়ে বসেছে প্রশাসন।
বিষয়টি নবান্নের সামনে আসতেই সাসপেন্ড করা হয়েছে ওই আধিকারিককে। এছাড়া স্বাস্থ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে যে ওই ব্লক স্বাস্থ্য আধিকারিক এর বিরুদ্ধে এফআইআর দায়ের করে এই বিষয়ের উপর তদন্ত শুরু করতে।
এই বিষয় নিয়ে ইতিমধ্যেই নো ননসেন্স নীতি অবলম্বন করেছে রাজ্য সরকার। পুজোর আগেই হতে চলেছে উপনির্বাচন, আর এই সময়ে কোনভাবেই সরকারের ভাবমূর্তি ওপর ভ্যাকসিন এর জন্য দাগ সহ্য করবেন না মমতা ব্যানার্জি।