পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ওড়িশার বালাসরে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়াস। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিমের জেলাগুলিতে এর প্রভাব পড়েছে ব্যাপকভাবে। শতাধিক বাঁধ ভেঙে গিয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় এবং তারই প্রভাবে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। এমনকি জলের তলায় বাঙালির প্রিয় ভ্রমণ স্থান দীঘা।
ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে সমুদ্রের ঢেউ প্রায় কুড়ি ফুট উচ্চতা ধারণ করেছে। এর জেরে বাংলার প্রায় সমস্ত সমুদ্র উপকূলবর্তী স্থানগুলি হয়েছে প্লাবিত। সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন ভিডিও উঠে আসছে দক্ষিণবঙ্গ থেকে। আসুন দেখে নেওয়া যাক।
দীঘা থেকে চিত্রঃ –
দীঘা থেকে ভিডিওঃ-