পশ্চিমবঙ্গ ডেস্কঃ আজ রামপুরহাট পরিদর্শনে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রামপুরহাট কাণ্ডের ঘটনাস্থলটি ভালো হবে ঘুরে দেখবেন তিনি। এছাড়াও অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন চারজন। তাদের সঙ্গে কথা বলতে মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালেও যাবেন বলে জানা গিয়েছে।
আজ বৃহস্পতিবার, বেলা ১১.৩০ টা নাগাদ ডুমুরজলা থেকে হেলিকপ্টারে করে রামপুরহাট এর জন্য রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। এর পাশাপাশি তিনি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন। এই ঘটনায় তদন্তকারী সিটের আধিকারিকের সঙ্গেও বৈঠক করবেন মমতা। আজ দুপুর দুটোর মধ্যে রামপুরহাট ঘটনার তদন্তের গতির রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। আজ দুপুরের মধ্যেই এই রিপোর্ট জমা করবে সিট। রিপোর্ট জমা করার পূর্বেই তদন্তকারী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রামপুরহাট কান্ডকে ঘিরে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল, গতকাল সেই মামলার শুনানি হয়। সেখানে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, রামপুরহাটের তদন্তভার আজই যদি সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়, তাহলে রাজ্য সরকারের কোনো আপত্তি রয়েছে কিনা! কিন্তু এই প্রশ্নের জবাবে এজি জানিয়েছেন, এই ঘটনার তদন্ত যেহেতু সিট করছে। তাই এখনই এই তদন্তে সিবিআই এর প্রয়োজন নেই।
রামপুরহাট কাণ্ডে ইতিমধ্যেই ২৩ জনকে গ্রেফতার করেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। হাইকোর্টের নির্দেশে আজ দুপুর দুটোর মধ্যে কেস ফাইল নিয়ে কলকাতা হাইকোর্টের রিপোর্ট পেশ করবেন সিটের আধিকারিকরা। হাইকোর্টের নির্দেশেই পুড়ে যাওয়া বাড়ি ও তার পার্শ্ববর্তী এলাকা গুলিতে রাতারাতি বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। জানা গিয়েছে, এখনো পর্যন্ত ৩২ টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে প্রয়োজনে আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
তবে এই ঘটনায় রাজ্য পুলিশের ওপর আস্থা নেই মৃত ব্যক্তিদের পরিবারের। রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন করেছেন তারা ? তারা জানিয়েছেন, গ্রামে আগুন লেগে যাওয়ার পর, দমকল বাহিনী সেখানে উপস্থিত হলেও তাদেরকে ঘটনাস্থলে যেতে দেওয়া হয়নি। তাদেরকে কারা আটকে ছিল? পুলিশের সামনেই বগটুই গ্রামে তান্ডব চালিয়েছে, পুলিশ কেন চুপচাপ দর্শক হয়ে দাঁড়িয়েছিল ? এই ঘটনার তদন্তে সিবিআই এর প্রয়োজন রয়েছে বলে জানাচ্ছেন গ্রামবাসীরা।
তবে জানিয়ে রাখি, গতকাল বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামপুরহাট পরিদর্শনে যাওয়ার কথা ছিল। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে এমনটাই জানিয়েছিলেন তিনি। কিন্তু গতকাল তৃণমূলের বিরোধীদল ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিল। যার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের বদলে আজ রামপুরহাট পরিদর্শনে যাচ্ছেন।