পশ্চিমবঙ্গ ডেস্কঃ রাজ্যে আজ দ্বিতীয় দফার ভোট। ইতিমধ্যে বঙ্গের চারটি জেলায় ৩০ টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে ৩০ টি আসনের মধ্যে সকলের নজর রয়েছে নন্দীগ্রামে।
নন্দীগ্রাম কেন্দ্র থেকে লড়ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার বিরুদ্ধে গেরুয়া শিবিরের হয়ে লড়েছেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে জয়ের হাসি কে হাসবেন? সেই খেলাই চলছে আজ।
নন্দীগ্রাম কেন্দ্র থেকে ভোট গ্রহণের আগেই আবহাওয়া গরম বুঝে ১৪৪ ধারা জারি করেছে নির্বাচন কমিশন। ১৪৪ ধারা জারি করে চলছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। সকাল হতেই বাংলার মানুষ লাইনে দাঁড়িয়েছে ভোট দান করার জন্য। শান্তিপূর্ণভাবেই রাজ্যের চারটি জেলায় ৩০ টি আসনে ভোটগ্রহণ চলছে আজ।
বঙ্গে দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে চারটি জেলায়। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। পূর্ব মেদিনীপুর জেলায় নন্দীগ্রাম, তমলুক, হলদিয়া, মহিষাদল, পাঁশকুড়া-পূর্ব, পাঁশকুড়া-পশ্চিম, ময়না, নন্দকুমার, চন্ডিপুর কেন্দ্রে চলছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর, ডেবরা, পিংলা, সবং, নারায়ণগড় কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। বাঁকুড়া জেলার তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। ২৪ পরগনা জেলার গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, ও সাগর কেন্দ্রে চলছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ।
ইতিমধ্যেই বাংলার দ্বিতীয় দফার ভোটকে কেন্দ্র করে বাংলায় ট্যুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, “বাংলার জনগণের কাছে অনুরোধ, যাদের নির্বাচনী ক্ষেত্রে আজ ভোটগ্রহণ হচ্ছে, তারা রেকর্ড সংখ্যক ভোট দান করুন”।
বাংলার জনগণের কাছে অনুরোধ, যাদের নির্বাচনীক্ষেত্রে আজ ভোট গ্রহণ হচ্ছে, তারা রেকর্ড সংখ্যায় ভোট দান করুন।
— Narendra Modi (@narendramodi) April 1, 2021
বঙ্গে দ্বিতীয় দফার ভোট চলাকালীন এলাকায় এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর টহল। ১৯ হাজার ৩০০ কম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বঙ্গে। এরইমধ্যে নন্দীগ্রামে বাইক বাহিনীর দাপট বেড়েছে। ভোটার দেরকে ভয় দেখানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির।
দ্বিতীয় দফার ভোটের লাইভ আপডেট পেতে চোখ রাখুন poschimbongo.com -এ।