সেমিস্টার, wbchse, উচ্চ মাধ্যমিক
আগামী বছরের শুরুতেই চালু হতে চলেছে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- কলেজের মতোই এবার সেমিস্টার চালু হতে চলেছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পঠন-পাঠনে। রাজ্য সরকারের অনুমতি মিললেই আগামী বর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পঠন-পাঠনের ক্ষেত্রে সেমিস্টার চালু হতে পারে এমনটাই জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ।

উচ্চশিক্ষার ক্ষেত্রে দেশের অধিকাংশ রাজ্যে বর্তমানে সেমিস্টার চালু হয়ে গিয়েছে। তবে উচ্চমাধ্যমিক পাশ করার পরে উচ্চশিক্ষায় সেমিস্টার হওয়ার কারণে অনেক পড়ুয়ায় অসুবিধায় পড়েন। উচ্চশিক্ষায় যাতে সেমিস্টার হওয়ার কারণে সমস্যা না হয় সে কারণে এবার মাধ্যমিকের পর সেমিস্টার চালুর বিষয়ে কাজ করছে কেন্দ্র সরকার। জাতীয় শিক্ষানীতিতেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাস্তর জুড়ে দিয়ে সেমিস্টার চালু করার সুপারিশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। তবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পঠন-পাঠনে সেমিস্টার চালু করার বিষয়ে কি মতামত জানাচ্ছে রাজ্য সরকার ?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেমিস্টার চালু করার বিষয়ে জানিয়েছেন, উচ্চমাধ্যমিকে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের জন্য সেমিস্টার চালু করা হোক কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ একই সঙ্গে জুড়ে দিতে নারাজ তিনি। তার মতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড যেমন ভিন্ন ছিল ঠিক তেমনি থাকুক। পড়ুয়ারা যাতে আগামী দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন অসুবিধায় না পড়ে সে কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগোতে চাইছে রাজ্য সরকার।

গতবছর কেন্দ্র সরকারের তরফ থেকে যে শিক্ষানীতি প্রকাশ করা হয়েছিল সেই শিক্ষানীতিতে কিছুটা সংশোধন করেছে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের নিযুক্ত বিশেষ কমিটি। সেই সংশোধনী অনুযায়ী উচ্চমাধ্যমিকের পাঠক্রমেও পরীক্ষার ক্ষেত্রে বদল আনার সুপারিশ করা হয়েছে। যার ফলে আগামী বছর অর্থাৎ ২০২৩ যে সকল পড়ুয়ারা একাদশ শ্রেণিতে উঠবে তারা সেমিস্টার এর মাধ্যমেই পরীক্ষায় বসবে। রাজ্য সরকারের নিযুক্ত ঐ বিশেষ কমিটির নেতৃত্বে রয়েছেন, শিক্ষাবিদ গায়ত্রী চক্রবর্তী স্পিভাক।

রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের বিশেষ কমিটি রাজ্য সরকারকে যে খসড়া রিপোর্ট দিয়েছে তাতে বলা হয়েছে, উচ্চ শিক্ষা পর্ষদে যেহেতু সেমিস্টার রয়েছে তাই পড়ুয়ারা যদি আগে থেকেই সেমিস্টার সম্পর্কে জানে এবং বোঝে তাহলে উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের আর কোন সমস্যার মুখে পড়তে হবে না। তবে সেমিস্টারের পথে অবশ্য হাঁটতে চাইছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার চালু হতে পারে বলে মনে করা যাচ্ছে।

তবে সেমিস্টার চালু হলে পড়ুয়াদের কি হবে ? সেমিস্টার এর মাধ্যমে ছয় মাস অন্তর পড়ুয়াদের দিতে হয় পরীক্ষা। এত কম সময়ে বড় সিলেবাস শেষ করা পড়ুয়াদের কাছে একটা চ্যালেঞ্জিং বিষয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে, যদি সেমিস্টার চালু করা হয় তাহলে হয় সিলেবাস কমাতে হবে না হলে সময়ের দিকে নজর রাখতে হবে। তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ যদি সেমিস্টার চালু করে তাহলে কি সিলেবাস কমাবে নাকি সময়ে বাড়াবে ? সে বিষয়ে বর্তমানে ভাবছে বিশেষজ্ঞরা।