পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- কিছুদিন আগেই বিধানসভা ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মমতা ব্যানার্জিকে হারিয়ে নন্দীগ্রামে জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল শাসন এখনো বহাল রয়েছে। ভোটের আগে থেকেই রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে নানান মন্তব্য করতে দেখা যায় বিভিন্ন বিজেপি নেতাদের। গত মঙ্গলবার নাগাদ দিল্লিতে আবারও রাষ্ট্রপতি শাসন মন্তব্যে মুখ খুললেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারীর মতে, রাজ্য সরকার সংবিধান অমান্য করছে। বিভিন্ন জায়গায় ভোটের পর হিংসার কথা শোনা যাচ্ছে। রাজ্যে ৩৫৬ ধারা জারির থেকেও খারাপ অবস্থা এখন, এমনটাই মন্তব্য করেন শুভেন্দু। মমতা ব্যানার্জিকে লক্ষ্য করে তিনি বলেন ‘যে সমস্ত মানুষ, পশ্চিমবঙ্গে আছড়ে পরা বিপর্যয় সংক্রান্ত মিটিং ছেড়ে বেরিয়ে যায় তারা আসলে সরকারিই নয়।’
অন্যদিকে ভোট পরবর্তী কালে রাষ্ট্রপতির কাছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ঘটতে থাকা হিংসার অভিযোগ দায়ের করবেন বলে দাবি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। রাজ্যে ভোটের পর নানান হিংসার ছবি চোখে পড়েছে সকলের। সে বিষয় নিয়েই মুখ খুললেন দিলীপ ঘোষ।
তার মন্তব্য, ইদানিং রাজ্যে বিশৃঙ্খলাতার ছবি চোখে পড়ছে। অগনিত কর্মীরা এখন বাসস্থান ছাড়া হয়েছে। ভোটের পর যে হিংসার ছবি চোখে পড়ছে, তার বিরুদ্ধে রাজ্যজুড়ে ধর্না ও অবস্থান কর্মসূচিতে সোচ্চার হবে বিজেপি। কোভিড পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই রাষ্ট্রপতির কাছে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। রাষ্ট্রপতির হাতে রাজ্যের এই অচলাবস্থার অভিযোগে চিঠি তুলে দেওয়া হবে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই নতুন দায়িত্ব হাতে নিয়েছেন। তাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি) হিসেবে ঘোষণা করা হয়েছে। শুভেন্দু অধিকারীর এহেন বক্তব্যের পর তিনি পাল্টা জবাব দেন, রাষ্ট্রপতি শাসন জারির কথা তো নির্বাচনের আগেও বলেছিলেন। সাধারণ মানুষ তার জবাব দিয়ে দিয়েছে। যদি ক্ষমতা থাকে তবে করে নিন।