আবহাওয়া ডেস্কঃ বসন্ত রাজ ব্যাট করতে নেমেছে মাঠে। ক্যালেন্ডার অনুযায়ী বসন্ত এসে গেছে। কিন্তু ঠান্ডা এখনো বঙ্গ ছেড়ে যায়নি। শহর কলকাতার বিভিন্ন অংশে তাপমাত্রার পারদ বাড়লেও রাজ্যের বিভিন্ন জেলায় ঠান্ডা এখনো রয়েছে।
তবে লেপ-কম্বল গায়ে দেওয়ার মতো ঠান্ডা নয়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এবার ঠাণ্ডা বিদায় নিচ্ছে, ফিরে আসার কোন সুযোগ নেই। তবে রাজ্য রয়েছে বৃষ্টির পূর্বাভাস। হালকা বৃষ্টির পর বঙ্গে বাড়তে শুরু করবে তাপমাত্রার পারদ।
আবহাওয়া (weather) অফিস জানিয়েছে, বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের ওপর ঘূর্ণবাত অবস্থান করছে। এর ফলে পূর্বের হাওয়া জলীয়বাষ্প নিয়ে বঙ্গে প্রবেশ করছে। সেই কারণেই বঙ্গের বেশ কিছু অঞ্চলে আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বি ঝঞ্জা কাটিয়ে উঠলে বাঁধন ছিড়ে বাড়তে শুরু করবে তাপমাত্রার পারদ।
আজকের আবহাওয়া (Weather):
সকাল থেকেই আকাশ মুখভার করেছে। বেলা গড়াতে না গড়াতেই মেঘের ফাঁক দিয়ে সূর্য মামার দেখা মিলল। বেড়েছে তাপমাত্রার পারদ। আজ শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আদ্রতার পরিমাণ ৫৪ শতাংশ।
কলকাতায় ঠান্ডার কোন বালাই নেই। উত্তরবঙ্গের জেলাগুলির ঠান্ডার পরিমানটা এখনো রয়ে গেছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। আবহাওয়াবিদরা জানিয়েছেন এই হালকা ঠান্ডার আমেজ বঙ্গে থাকবে দোল পূর্ণিমা পর্যন্ত। তারপর ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ।