
পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ মার্চ মাসের অর্ধেকও পার হতে পারলো না অথচ তার আগেই ভ্যাপসা গরমে গলধর্ম অবস্থা রাজ্যবাসীর। কলকাতা শহরের উপর তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস পার করে ফেলেছে অনেক আগেই। এবার তা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে সম্ভাবনা জারি করল হাওয়া অফিস। তবে সেই সাথে খানিকটা স্বস্তির খবরও শোনালো আবহাওয়া দপ্তর। আগামী ২৪ ঘন্টায় জেলায় জেলায় নামতে পারে বৃষ্টি এবং তার সাথে কমতে পারে তাপমাত্রা। দেখে নিন কেমন থাকবে আজকের (১০ই মার্চ ২০২৩) আবহাওয়া –
আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ৩২ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের গতিবেগঃ ২.১ কিমি প্রতি ঘন্টা
বৃষ্টির সম্ভাবনাঃ নেই
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৭৫ শতাংশ
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণঃ ৬৪ শতাংশ
সূর্যোদয়ঃ ৫টা ৫১মিনিট
সূর্যাস্তঃ ৫টা ৪৪মিনিট
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের তাপমাত্রা এই মুহূর্তে স্থিতিশীল অবস্থায় রয়েছে। আগামী ৫ দিন হঠাৎ করে দিন বা রাতের তাপমাত্রায় বড়সড় কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই। দার্জিলিং ও কালিম্পং জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২ দিন বৃষ্টিহীন থাকার পর তারপর আবারও এই দুই জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাদবাকি উত্তরবঙ্গ মোটের উপর শুকনোই থাকবে। তবে কোথাও কোথাও আকাশ মেঘলা থাকতে পারে। উত্তরবঙ্গের অধিকাংশ স্থানে দিনের বেলার তাপমাত্রা বেশি হলেও রাতের বেলার তাপমাত্রা বেশ মনোরম অবস্থায় এসে থামছে। এই মুহূর্তে উত্তরবঙ্গের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে আগামীকালও এই জেলাগুলি সহ পূর্ব মেদিনীপুর এবং বীরভূম জেলাতেও বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। তাছাড়া বাদবাকি দক্ষিণবঙ্গ আপাতত বৃষ্টিহীন থাকবে। কলকাতা শহরের উপর দুপুরের তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই হবে। তবে কলকাতার আশেপাশের জেলাগুলিতে দিনের তাপমাত্রা বেশি থাকলেও রাতের বেলা তাপমাত্রা নেমে গিয়ে হালকা শীত শীত দেখা দেবে। বর্তমানে তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকবে।
আগামীকালের আবহাওয়া
বর্তমানে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলগুলি এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। তাছাড়া রাজ্যের বাদবাকি জেলাগুলিতে এই মুহুর্তে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। কলকাতা শহরের উপর দিনের বেলায় আর্দ্রতা জনিত ভ্যাপসা গরম অনুভূত হবে। শহরতলীর জেলাগুলিতে রাতের দিকে তাপমাত্রা নেমে গিয়ে হালকা শিরশিরানি শীত অনুভূত হবে।