আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, weather, today weather news, kalboishakhi, কালবৈশাখী
ছবি- সংগৃহীত

আবহাওয়া ডেস্কঃ সকাল থেকেই আকাশ মুখ ভার করে বসেছে। দেখা নেই সূর্য মামারও। গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ এতটাই বেড়েছে যে এখন কেবলমাত্র ভরসা হলো বৃষ্টি।

সকাল হতে না হতেই তাপমাত্রা পারদ ছুঁয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। যদিও গতকাল এর তুলনায় আজকের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রী কম। তবে আকাশের মুখ গুমটো করে থাকায় একটু বেশি গরম অনুভব করছে বাংলার মানুষ। এবার বাংলার মানুষকে স্বস্তি দেবে কালবৈশাখী।

আবহাওয়া (Weather) দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়। রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানা গিয়েছে।

আজকের (Weather) আবহাওয়া:

সকাল থেকেই মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ জুড়ে। এখনো পর্যন্ত দেখা মেলেনি সূর্য মামার, তবে কালকের তুলনায় আজকের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ২ ডিগ্রী কমেছে এবং গতকালের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রাও কমেছে ২ ডিগ্রি। আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬৯ শতাংশ। রাজ্যের বেশকিছু জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

today weather news, weather news, weather, আবহাওয়া, আজকের আবহাওয়া
ছবিঃ নিজস্ব সংবাদ দাতা

আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া (Weather) দপ্তর। এছাড়াও আগামীকাল শুক্রবার উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা সহ পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

তাপমাত্রার পারদ দুই-একদিনের মধ্যে খুব একটা বাড়বে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে শনিবার থেকে তাপমাত্রার পারদ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। শনিবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে প্রায় ৩৯ ডিগ্রী এর কাছাকাছি থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রার তেমন একটা বৃদ্ধি হবে না বলে জানিয়েছে।

অন্যদিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়।