পশ্চিমবঙ্গ ডেস্কঃ সরকারি কর্মীদের জন্য সুখবর। জামাই ষষ্ঠী উপলক্ষে আগামীকাল সম্পূর্ণ দিনটি ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। আজ মঙ্গলবার নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার।
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তারই মধ্যে জামাইষষ্ঠী এক অন্যতম। বিশেষ করে নতুন জামাইরা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে। কিন্তু সরকারি কর্মীদের এই দিনটিতে ছুটি মেলে না বললেই চলে। এর আগে পর্যন্ত জামাই ষষ্ঠীর দিনে সরকারি কর্মীদের ছুটি দেওয়া হতো হাফ। অর্থাৎ দুপুর ২ টো পর্যন্ত অফিস করার পর ছুটি দেওয়া হতো তাদের।
তবে এবার রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ ছুটি ঘোষণা করায় বেজায় খুশি সরকারি কর্মীরা। এক কথায় বলা যায় সরকারি কর্মীদের উদ্দেশ্যে একটি বড় উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে জামাইষষ্ঠীর মধ্য দিয়ে রাজ্যে চলছে কড়া বিধি নিষেধ। জমায়াতেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। তবে এই নিষেধাজ্ঞার মধ্য দিয়েও “প্রিয় জামাইষষ্ঠী” পালন হতে চলেছে।
বড় করে না হলেও ছোট খাটো করে জামাইষষ্ঠী করেছেন রাজ্যের মানুষ। রাজ্য সরকারের তরফ থেকে এখন আর সেটা বলা লাগে না। ইতিমধ্যে করোনা বিধি মেনে কমবেশি সকলেই জামাইষষ্ঠীর আয়োজন শুরু করে দিয়েছে।
যদিও এই দিনটি পূর্ণ দিবস হিসেবে ছুটি থাকে। তবুও রাজ্য সরকারের পক্ষ থেকে এই দিনটিতে সম্পূর্ণরূপে ছুটি মেলে না সরকারি কর্মীদের। গত দুই বছর সরকারি কর্মীদের হাফ ছুটি কাটাতে হয়েছে। রাজ্যের শাসকদলের অধীনেই হাফ ছুটি দেওয়া হয়েছিল গত দুই বছর। তবে এবার সরকারি কর্মীদের মুখে একটু হাসি ফোটাতে বড় ঘোষণা রাজ্যের শাসকদলের।