corona vaccine, covid-19, corona viras, পরিবহন কর্মীদের টিকাকরণ করা হবে
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ভারত। প্রতিনিয়ত মারণ রোগ করোনা ভাইরাস রেকর্ড হারে সংক্রমণ বেড়ে চলেছে। তবে কোভিড যোদ্ধা তথা ডাক্তারদের তৎপরতায় কোভিড আক্রান্ত রোগীরা সুস্থও হয়ে উঠছেন।

তবে এবার পরিবহন কর্মীদেরকেও কোভিড যোদ্ধা হিসেবে ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। কোভিড পরিস্থিতি বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। দৈনন্দিন জীবনে কর্মরত মানুষেরা কাজের উদ্দেশ্যে বর্তমানে বেশিরভাগই বাসে চলাচল করছেন।

জীবন বাজি রেখে এক স্থান থেকে অন্য স্থানে, এমনকি করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে পর্যন্ত যেতে হচ্ছে পরিবহন কর্মীদের। সেই ক্ষেত্রে পরিবহন কর্মীদের কোভিড যোদ্ধা হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। পরিবহন কর্মীদেরকে করোনা মোকাবিলায় তাদের জীবন বাঁচাতে মঙ্গলবার অর্থাৎ আজ ১১ ই মে টিকাকরণ শুরু হচ্ছে। প্রথমত এই টিকাকরণ শুধু কলকাতার তিনটি জায়গাতেই চলবে। পরবর্তীতে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হবে এই টিকাকরণ।

আরও পড়ুনঃ বাবুলের বিরুদ্ধে FIR, আগামী ৩ দিনের মধ্যে হাজিরার নির্দেশ

জানা গিয়েছে, আগামীকাল সল্টলেক, হাওড়া ও তারাতলা বাস ডিপো এবং কলকাতা পৌরসভার তিনটে জায়গাতে করোনা টিকা করণ-এর কাজ শুরু হবে। এক একটি ডিপোতে ৩০০ জন পরিবহণ কর্মীকে টিকা দেওয়া হবে বলে জানা গিয়েছে।

কলকাতা বাস, পরিবহণ কর্মী, করোনা ভাইরাস, বাস চালকদের টিকা দেওয়া হবে
চিত্র- সংগৃহীত

পরিবহন দপ্তর এর তরফ থেকে প্রত্যেক বাস সংগঠনগুলিকে বাস চালক ও কনট্রাক্টরদের, একটি তালিকাভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই তালিকাতে ড্রাইভার-এর লাইসেন্স নম্বর, জেলার নাম, আধার নম্বর সহ যাবতীয় তথ্য লিখতে হবে এবং সেই তালিকা প্রত্যেকটি আরটিও-র কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ওই তালিকা অনুযায়ী পরিবহন কর্মীদেরকে টিকাকরন করা হবে। পরিবহন দপ্তর সূত্রে খবর পাওয়া গিয়েছে, কলকাতার প্রাক্তন পৌর মন্ত্রী ফিরহাদ হাকিম তথা বর্তমান রাজ্যের নয়া পরিবহনমন্ত্রী আগামীকাল এই ভ্যাকসিন দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। আজ সোমবার, পরিবহন কর্মীদেরকে টিকাকরণের দায়িত্ব নেওয়ার পর ফিরহাদ হাকিম জানিয়েছেন, শুধু পরিবহন কর্মীদের কেই নয়, করোনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে টিকা দেওয়া হবে হকারদের কেও।

আরও পড়ুনঃ অবশেষে সমস্ত জল্পনা উড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা হলেন শুভেন্দু অধিকারী

নয়া পরিবহনমন্ত্রী জানিয়েছেন, যারা সাধারন মানুষের সংস্পর্শে আসছেন, তাদের জীবন বাঁচাতে এবং করোনার বিরুদ্ধে রুখে দাড়াতে তাদেরকে টিকা দেওয়া হবে। বিশেষ করে যারা খোলা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। পরিবহন দপ্তরের যে সমস্ত বাস ডিপো রয়েছে, সেখানে সেখানে পৌঁছে যাবে কোভিড ভ্যাকসিন। প্রথমে কলকাতায় তিনটি স্থানে পরিবহন কর্মীদের টিকাকরণ শুরু হবে আগামীকাল। এরপরই রাজ্যের বিভিন্ন জেলাতেও শুরু হবে।

corona vaccine, covid-19, পরিবহন কর্মীদের টিকাকরণ করা হবে, ফিরহাদ হাকিম
চিত্র- সংগৃহীত

রাজ্যের পরিবহন কর্মীদেরকে কভিড যোদ্ধা হিসাবে ঘোষণা করা হয়েছে এবং তাদেরকে করোনা টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই উদ্দেশ্যে, পরিবহন দপ্তরের বাস সংগঠনগুলি নয়া পরিবহনমন্ত্রী কে স্বাগত জানিয়েছে।