কর্ণাটক সরকার, আর্থিক প্যাকেজ, রিলিফ প্যাকেজ
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- আজ সকালে বিজেপি শাসিত কর্ণাটক সরকার তাদের রাজ্যে করোনা ভাইরাস থেকে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষদের দ্রুত সাহায্যের জন্য ঘোষণা করলো বড় আর্থিক প্যাকেজের। সমাজে যে সমস্ত ব্যক্তিদের আর্থিক অবস্থা ভালো নয় এবং চাষীদের জন্য এই প্যাকেজ বলে জানিয়েছে কর্ণাটক সরকার।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদদুরাপ্পা ঘোষণা করেন এই প্যাকেজ এর। তার সাথে সাথে তিনি বলেন দ্রুত সাধারণ মানুষের কাছে শুশ্রূষা এবং সাহায্য পৌঁছে দেওয়ার জন্য এই প্যাকেজ এর ঘোষণা করা হয়েছে। তার কথায় “যদিও এখন রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো নয় তবুও রাজ্য সরকার তাদের তরফ থেকে সর্বস্ব দিয়ে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছে।”

এই আর্থিক প্যাকেজ এ ফুলচাষীরা প্রতি হেক্টর প্রতি প্রতি ১০ হাজার টাকা পাবেন এবং ফল ও সবজি চাষীরা প্রতি হেক্টর প্রতি সর্বোচ্চ ১০ হাজার টাকা পাবেন। এই প্যাকেজ এর মাধ্যমে নির্মাণ শ্রমিকরা বা দিনমজুর, অটো এবং ক্যাব বা ট্যাক্সি ড্রাইভাররা, বিভিন্ন নৃত্য এবং সংগীত গ্রুপরা ৩০০০ টাকা করে পাবেন।

এছাড়া কুমোররা, ছোট দোকানের মালিক এবং নাপিতরা এককালীন ২০০০ টাকা করে আর্থিক সাহায্য পাবেন। এছাড়া কর্ণাটক সরকার কৃষকদের তরফ থেকে নেওয়া লোনের ইনস্টলমেন্ট স্থগিত রেখেছে জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত।

যে সমস্ত নাগরিকরা বিপিএল কার্ডের জন্য আবেদন করেছেন এবং এখনও পর্যন্ত তা হাতে পাননি তাদের জন্য মে এবং জুন মাস পর্যন্ত বিনামূল্যে খাবার দেওয়ার ঘোষণা করেছে কর্ণাটক সরকার।