পশ্চিমবঙ্গ ডেস্কঃ গত কয়েকদিন হল উত্তরপ্রদেশ সহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন হয়েছে এবং বিধানসভা নির্বাচনে ফের উত্তরপ্রদেশ দখল করেছেন যোগী আদিত্যনাথ। গতকাল অর্থাৎ শনিবার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পরই, রাজ্যের গরিব মানুষদের জন্য খুশির বার্তা দিলেন তিনি। ফ্রী রেশন কর্মসূচির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পরই মন্ত্রিসভার প্রথম বৈঠকে গরিব কল্যাণ যোজনা প্রকল্পের মেয়াদ তিন মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
জানিয়ে রাখি, মহামারী করোনার জেরে গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্প শুরু করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় রাজ্যের গরিব পরিবারগুলিকে বিনামূল্যে রেশন বিতরণ করা হতো প্রশাসনের তরফ থেকে। গত নভেম্বর মাসে এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছিল ১৯ শে মার্চ পর্যন্ত অর্থাৎ চলতি মাসের হোলি পর্যন্ত। কিন্তু ভোটের আগে উত্তরপ্রদেশের এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি নিয়ে বিরোধী দলগুলি সরব হয়ে জানিয়েছিল, ‘বিধানসভা নির্বাচনের পূর্বে ফ্রি রেশন প্রকল্প! কিন্তু ভোট মিটলেই আর ফ্রী রেশন মিলবে না।’
তবে এবার বিধানসভা নির্বাচন শেষ হতেই যোগী সরকার দেখিয়ে দিল বিনামূল্যে রেশন বিতরণ হয় কিনা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ -এর কথায়, যতদিন পর্যন্ত দেশ করোনা মুক্ত না হচ্ছে, ততদিন পর্যন্ত এই ফ্রি রেশন প্রকল্প চালু থাকবে। শনিবার লখনউতে উত্তরপ্রদেশের মন্ত্রিসভার প্রথম বৈঠকে যোগী আদিত্যনাথ বলেন, “আমাদের রাজ্যের ১৫ কোটি মানুষ এই পরিষেবার ফলে উপকৃত হচ্ছেন। তাঁদের স্বার্থে আমরা বিনামূল্যের রেশন কর্মসূচির মেয়াদ আরও তিন মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।” সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের জন্য ৩,২৭০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।