করোনা ভাইরাস, কোলকাতা পুরসভা
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ দেশে করোনা অতিমারি সুনামির মত ছড়িয়ে পড়ছে। এমত অবস্থায় প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত বছরের তুলনায় এই বছর করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংক্রমণের হার অনেক বেশি। এমত অবস্থায় রাজ্য গুলির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মৃতের দেহ সৎকার করা। এই মর্মে এক বিশেষ উদ্যোগ নিল কোলকাতা পুরসভা।

বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং পুরসভার ওয়েবসাইটে অফিসারদের মোবাইল নম্বর শেয়ার করলেন তারা। পুরোসভা থেকে জানানো হয়েছে যে, বাড়িতে কিংবা সরকারি হাসপাতালে কেউ মারা গেলে তার সৎকারের জন্য কোনও রকম কোনও অর্থ দিতে হবেনা পরিবারকে।

কিছুদিন থেকেই কোলকাতা পুরসভার কাছে খবর আসছিল যে, করোনা রোগীর সৎকারের জন্য এক এক জনের কাছ থেকে ১০ হাজার কিংবা ১৫ হাজার করে টাকা চাওয়া হচ্ছিল। এই খবর পাওয়ার পরই নড়েচড়ে বসে কোলকাতা পৌরসভা। এমত অবস্থায় আধিকারিকদের জরুরি ভিত্তিতে তিন ভাগে ভাগ করে দায়িত্ব দেওয়া হয়।

কোলকাতা পুরসভা থেকে জানানো হয়েছে যে, বোরো ১ থেকে ৫ এবং সল্টলেক পুরসভার দায়িত্বে থাকছেন ডেপুটি সিএমএইচ ডঃ বাসুদেব মুখোপাধ্যায় (৯৮৩০০৬২১৫০), ৬ থেকে ১০ নম্বরে থাকছে এক্সিকিউটিভ হেলথ অফিসার ডঃ উৎপল কাঞ্জির(৯৮৩০০২২০০৬), ১১ থেকে ১৬ তে থাকছে ডাঃ সুব্রত মৌলিক (৯৮৩০২৮৪৭২৯)।

এর সাথে থাকছে শববাহী জানের কো অর্ডিনেটর সোমনাথ (৯০০৭৬১৫৮৭৩) এবং দীপক ( ৭৯৮০৪৮৮৯০৯)। এছাড়াও পুরসভার তরফে দেহ দাহ করার জন্য ডেথ সার্টিফিকেট হলেই হবে। সুতরাং করোনা রোগীর সৎকারের জন্য কোনও টাকা নেওয়া অপরাধের মধ্যে পড়বে বলে জানিয়েছে পুরসভা।