পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- গতকাল ২রা সেপ্টেম্বর মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসায় উচ্চ নম্বর প্রাপ্ত সকল ছাত্র-ছাত্রীদের সাথে ভার্চুয়াল সংবর্ধনা অনুষ্ঠানে নবান্নে উপস্থিত ছিলেন। সেখানে তিনি বিভিন্ন বিষয় সম্পর্কে পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসেন। এছাড়াও মুখ্যমন্ত্রী ক্যারিয়ার গাইডেন্স নামক একটি পোর্টাল সম্পর্কে তাদের সাথে পরিচয় করান।
পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ছাত্র-ছাত্রীদের সাথে মুখ্যমন্ত্রী কথা বলেন। তিনি সকলকে অনুরোধ করেন, পড়ুয়ারা যেন সমাজসেবামূলক এবং সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলিতে মাঝে মাঝে চোখ রাখেন। এর সাথে তিনি আরও বলেন, দুয়ারে সরকার ক্যাম্পগুলোতে সাধারণ মানুষকে বিভিন্ন ভাবে তারা সাহায্য করার জন্য যেকোনো সময় এগিয়ে আসতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, অন্যায় দেখলে ছাত্র-ছাত্রীদের প্রতিবাদ করতে হবে।
এই দিন তিনি ক্যারিয়ার গাইডেন্স পোর্টাল সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যে সমস্ত তথ্য আলোচনা করেন। তিনি বলেন, ছাত্র-ছাত্রীরা যে ট্যাব এবং ল্যাপটপ পাচ্ছে, সেটির সাহায্যে খুব সহজেই তারা এই বিশেষ পোর্টালটি ওপেন করতে পারবে। তারা ঘরে বসেই সারাবিশ্বে কি পড়ানো হচ্ছে, বিশ্বের বিভিন্ন শিক্ষা সম্পর্কিত তথ্য, বিভিন্ন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইত্যাদি সম্পর্কে জানতে পারবে।
বিশ্বের প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য থাকবে এই পোর্টালে। ছাত্র-ছাত্রীদের পড়াশুনার মান যাতে আরো ভালো হয় সেই জন্যই এই পোর্টালটি তৈরি। তিনি আরো বলেন, পড়াশোনা করার জন্য এবার থেকে দূর দেশ অথবা বিদেশে পাড়ি দিতে হবে না। তারা বাড়ি বসেই বিভিন্ন ধরনের শিক্ষামূলক তথ্য অনলাইনে দেখে নিতে পারবে।
এছাড়াও মাননীয়া মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের মধ্যে কোভিড সর্তকতা ছড়িয়ে দেওয়ার কথা বলেন। কোভিড বিধি যাতে সঠিকভাবে আশেপাশের মানুষ মেনে চলেন সেই ব্যাপারে ছাত্র-ছাত্রীদেরও নজর দিতে বলেন তিনি।