মদ বিক্রিতে রেকর্ড আয় রাজ্যের, liquor sell,
মদ বিক্রিতে রেকর্ড আয় রাজ্যের, চলতি অর্থবর্ষে ১৩ হাজার ৬০০ কোটি টাকা আয় | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ চলতি বছরে মদ বিক্রিতে রেকর্ড গড়েছে রাজ্য। সদ্য শেষ হওয়া অর্থবর্ষে ১৩ হাজার ৬০০ কোটি টাকা রাজস্ব আয় করল রাজ্য আবগারি দপ্তর। গত বছরের তুলনায় এ বছর ১০ শতাংশ আয় বৃদ্ধি পেয়েছে এবং ২০২০ সালের তুলনায় এ বছর ২০ শতাংশ আয় বৃদ্ধি পেয়েছে।

আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, ১৩ হাজার ৬০০ কোটি টাকার মধ্যে এক-তৃতীয়াংশ টাকা এসেছে দেশী মদ বিক্রি করে। সম্প্রতি, বিদেশী মদের দাম কমিয়ে দেওয়া হয়। যার ফলে বিদেশী মদ বিক্রির হার বেড়েছে ২০০ শতাংশ। আবগারি দপ্তর সূত্রে জানা গেছে, যে পরিমাণ বিক্রির টার্গেট তারা রেখেছিল, তার থেকে অনেক বেশি বিক্রি বেড়েছে। চলতি অর্থবর্ষে এই আয়ের ৭০ শতাংশ বিদেশি মদ বিক্রি করে এসেছে এবং ৩০ শতাংশ দেশী মদ বিক্রি করে এসেছে।

উল্লেখ্য, এবছর দোল এবং হোলি উৎসবকে কেন্দ্র করে রেকর্ড হারে মদ বিক্রি বেড়েছে এবং রেকর্ড পরিমাণ রাজস্ব এসেছে রাজ্যের ভারে। দোলের সপ্তাহে শুক্রবার ছিল দোল পূর্ণিমা এবং শনিবার হোলি খেলা। তবে দোল উপলক্ষে শুক্রবার মদের দোকান বন্ধ রাখা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে।

যার কারণে বৃহস্পতিবার থেকেই সূরা প্রেমীরা মদ সংগ্রহ করে রেখেছিল। আবগারি দপ্তর এর রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার রেকর্ড হারে মদ বিক্রি হয়েছে। ৪ দিনে প্রায় ২০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। রিপোর্ট অনুযায়ী প্রতিদিন ৫০ লক্ষ টাকার মদ বিক্রি হচ্ছে।  তবে বৃহস্পতিবার সূরা প্রেমীরা যে পরিমাণ মদ কিনেছে সেই রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে ওই দিন অর্থাৎ বৃহষ্পতিবার ৭০ লক্ষ টাকার অধিক মদ বিক্রি হয়েছে।