পশ্চিমবঙ্গ ডেস্কঃ রাজ্যে ফের বাড়ানো হলো রাজ্যে কোভিড বিধিনিষেধ-এর সময়সীমা। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে যে, মারন রোগ করোনা ভাইরাস-এর জেরে আগামী ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত কোভিড বিধিনিষেধ বহাল থাকবে। তবে কোভিড বিধিনিষেধের মধ্য দিয়ে কি কি খোলা থাকবে ?
নবান্ন থেকে দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে, শুধু বন্ধ থাকছে লোকাল ট্রেন। তবে ছাড় দেওয়া হয়েছে শুধুমাত্র প্রতিযোগিতা মূলক পরীক্ষার কোচিং সেন্টার গুলিকে। নির্দেশিকায় বলা হয়েছে, কোভিড বিধি মেনে মাত্র ৫০ শতাংশ পড়ুয়াদেরকে নিয়ে প্রশিক্ষণ কেন্দ্রগুলি চালানো যাবে। বাজার ঘাট ও দোকানপাট আগের নিয়মেই চলবে বলে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে।
শনিবার স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন, ৬৬১ জন। এর পাশাপাশি মারন রোগ করোনা ভাইরাস-এর জেরে প্রাণ হারিয়েছেন ৭ জন মানুষ। শুক্রবার স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী করোনায় আক্রান্ত হয়েছেন ৭০৩ জন। মৃতের সংখ্যা ছিল ৮।
এছাড়াও বৃহস্পতিবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭১৭ এবং মৃতের সংখ্যা ছিল ৯। গত তিন দিনে রাজ্যে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। করোনা সংক্রমণে দিক থেকে শীর্ষস্থানে রয়েছেন কলকাতা। যার জেরে কোভিড বিধি নিষেধ-এর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
জারি থাকছে নাইট কারফিউ। লকরাজ্য সরকারের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত যানবাহন এবং সাধারণ মানুষ বাইরে যাতায়াতের ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি থাকছে। এছাড়াও স্বাস্থ্য দপ্তর, আইনশৃঙ্খলা ও কৃষি সামগ্রী এছাড়াও সরকারি অফিস , ব্যাংক এবং জরুরী পরিষেবা গুলির ক্ষেত্রে থাকছে বিশেষ ছাড়।
আরও পড়ুনঃ- বুধবার থেকে খুলছে স্কুল, করোনাকালের মধ্য দিয়েও নয়া পদক্ষেপ সরকারের
আরও পড়ুনঃ- Duare Ration: আগামী ১৫ ই সেপ্টেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে রেশন প্রকল্প, জানুন বিস্তারিত