করোনা ভাইরাস, লক ডাউন, পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাস সার্ভিস
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ রাজ্যে বিপুল হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এমত অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের আংশিক লকডাউনের কথা ঘোষণা করেছেন। তারই মধ্যে বাতিল হয়েছে অসংখ্য ট্রেন। ফলে অফিস যাত্রীদের এবং সাধারণ মানুষের নিত্য যাতায়াতে দেখা মিলছে অনেক সমস্যার। এই পরিস্থিতিতে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম বাস এবং ফেরির সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেন।

করোনা পরিস্থিতি সারা দেশের মত রাজ্যেও ভয়াবহ আকার ধারন করেছে। এমত অবস্থায় সারা দেশের মত পশ্চিমবঙ্গেও আংশিক লকডাউনের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত বেসরকারি কর্মীদের যেমন ওয়ার্ক ফ্রম হোম করার কথা বলেছেন তেমনই সরকারি ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করার কথা বলেছেন।

এছাড়াও করোনা পরিস্থিতিতে যেমন বাতিল হয়ে গেছে অনেক ট্রেন তেমনই প্রচুর বেসরকারি বাস রাস্তায় বেরোনো বন্ধ করে দিয়েছে। এমত অবস্থায় নিত্য যাত্রী এবং অফিস যাত্রীদের হয়রানি অনেকটাই বেড়ে গেছে। ফলে সাধারণ মানুষের কথা ভেবেই নতুন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম বড় সিদ্ধান্ত নেন।

যাত্রী সুরক্ষা, যাত্রী নিরাপত্তা এবং যাত্রীদের হয়রানি দূর করতেই রাস্তায় সরকারি বাস এবং জলপথে ফেরির পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। বর্তমানে পথে বাসের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা বৃদ্ধির কথা বলেন তিনি। পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন যে, ” বর্তমান পরিস্থিতিতে মানুষের অফিস যেতে অত্যন্ত সমস্যা হচ্ছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যেন শুধু মাত্র অফিস টাইমে সরকারি বাসের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়। রাস্তায় দাঁড়িয়ে মানুষ যেন হয়রানির শিকার না হয়।”

পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম আরও বলে যে, ” অফিস টাইমে কোথায় কোথায় অতিরিক্ত বাসের প্রয়োজন রয়েছে, সেই হিসেবে আমরা অতিরিক্ত বাস সার্ভিস দেওয়ার ব্যবস্থা করব। সোমবার থেকেই যাত্রীরা এই পরিষেবা পাবেন।”