পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সারা দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ দাবানলের মত ছড়িয়ে পড়েছে। এমত অবস্থায় রাজ্যে আংশিক লকডাউনের ঘোষণা করা হয়েছে। তারই মধ্যে রাজ্যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার।
রাজ্যে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই বাতিল করে দেওয়া হয়েছে একাদশ শ্রেণীর পরীক্ষা এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা এবার সম্পন্ন হবে নিজেদের স্কুলেই।
এই মর্মে শুক্রবার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একটি বিবৃতি থেকে জানানো হয়েছে যে, করোনা পরিস্থিতির দিকে তাকিয়ে এবং অন্যান্য আরও অনেক কারণের জন্য বাতিল করে দেওয়া হয়েছে ২০২১ সালের একাদশ শ্রেণীর পরীক্ষা। সকলকে আগের পরীক্ষার নম্বরের ভিত্তিতে দ্বাদশ শ্রেণীতে তুলে দেওয়া হবে।
অন্যদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে জানানো হয় যে, এই করোনা পরিস্থিতিতে এবার থেকে নিজেদের স্কুলেই হবে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। পরীক্ষা হবার কথা ছিল সকাল ১০ টা থেকে তবে বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে পরীক্ষা সকাল ১০ টার পরিবর্তে দুপুর ১২ টা থেকে ৩ টে ১৫ পর্যন্ত চলবে বলে জানিয়েছে। এছাড়াও প্রয়োজন পড়লেই সিদ্ধান্ত বদল করতে পারে সরকার।
এর আগেও শিক্ষার্থী এবং অভিভাবকরা করোনা পরিস্থিতির দিকে তাকিয়ে পরীক্ষা বাতিল এবং পেছানোর আবেদন জানিয়েছিল শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জির কাছে। যদিও আগামী ১ লা জুন থেকেই রাজ্যে শুরু হবার কথা ছিল মাধ্যমিক পরীক্ষা এবং করোনা পরিস্থিতির দিকে তাকিয়ে বর্তমানে হয়ত সেই পরীক্ষায় রদবদল হবে বলে জানা যাচ্ছে।