dengue, central government, state government, kolkata
"ডেঙ্গুর তথ্য বার বার চাইলেও কেন্দ্রকে দিচ্ছে না রাজ্য," শাসক দলকে কাঠগড়ায় তুলল কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ করোনা ভাইরাস এর প্রভাব কাটিয়ে উঠতে না উঠতেই ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। প্রতিনিয়ত বেড়েই চলেছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই পঞ্চায়েত কর্মীদের দ্বারা রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় ডেঙ্গু সর্তকতা জারি শুরু হয়ে গিয়েছে। বর্তমানে রাজ্যে ডেঙ্গু জ্বর ভয়াবহ আকার ধারণ করছে, আর এরই মধ্য দিয়ে বিস্ফোরক দাবি করে বসলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার।

তার কথায়, রাজ্য সরকারের কাছে বারবার ডেঙ্গু রিপোর্ট চাওয়া হলেও কেন্দ্র সরকারকে ডেঙ্গু রিপোর্ট দিচ্ছে না রাজ্য। তাই কেন্দ্র সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারকে কোন রকম সহায়তা করা যাচ্ছে না। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এমন মন্তব্যকে কেন্দ্র করে তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘কেন্দ্রকে ডেঙ্গুর তথ্য জানাতে হবে এরকম কোনও বাধ্যবাধকতা রয়েছে নাকি? ‘

শুক্রবার, কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার কলকাতার নায়িকা অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় উপস্থিত হন। কলকাতায় উপস্থিত হয়ে তিনি ডেঙ্গু প্রসঙ্গে বলেন, ‘ডেঙ্গুর তথ্য বার বার চাইলেও কেন্দ্রকে তথ্য দিচ্ছে না রাজ্য। রাজ্যের উচিত দ্রুত কেন্দ্রকে তথ্য পরিবেশন করা। যাতে কেন্দ্র উপযুক্ত সাহায্য করতে পারে। ডেঙ্গু মোকাবিলায় রাজ্যগুলিকে টাকা দেয় কেন্দ্র। কিন্তু তথ্য না পেলে কী ভাবে আমরা টাকা দেব? অন্য সব রাজ্য তথ্য দিচ্ছে। তথ্য দিচ্ছে না শুধু পশ্চিমবঙ্গ।’ এছাড়াও তিনি আরও বলেন, ‘আমরা মানুষের জন্য কাজ করি। রাজ্য সরকার কিছু করছে না সেকথা আমি বলছি না। কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের আরও সাহায্য করতে পারে।’

কেন্দ্রীয় মন্ত্রীর এমন মন্তব্যকে কেন্দ্র করে শোভন দেব চট্টোপাধ্যায় বলেন, “কেন্দ্রকে ডেঙ্গুর তথ্য জানাতে হবে এরকম কোনও বাধ্যবাধকতা রয়েছে না কি? রাজ্য সরকার ডেঙ্গু মোকাবিলায় যা করার করছে। পৌরসভাগুলোও তৎপর। রাজ্য সরকার স্বাস্থ্য ব্যবস্থার জন্য একমাত্র দায়িত্বপ্রাপ্ত। এখানে কেন্দ্রের কিছু করার নেই।”