dilip ghosh, bjp,
image source: facebook

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বিশ্বজুড়ে সংবাদের শিরোনামে উঠে এসেছে তালিবানদের নৃশংসতা। তবে তারই মধ্য দিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। মাঝে মধ্যেই তিনি রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের দিকে নিশানা করে নানান মন্তব্য করে থাকেন। তবে এবার রাজ্যের শাসক দলকেই ‘তালিবানি শাসন’ বলে মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

তবে কেন রাজ্যের শাসক দলকে ‘তালিবানি শাসন’ বলে কটাক্ষ করলেন দীলিপবাবু ? প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মনসা পূজা চলাকালীন তৃণমূলের জেলা পরিষদের সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া জেলার পুঞ্জায় যান। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, সেখানে পৌঁছে তিনি দেখতে পান জেনারেটর থেকে শর্ট সার্কিট এর ফলে সেখানে আগুন ধরে গিয়েছে।

তৎক্ষণাৎ, তৃণমূলের জেলা পরিষদের সভাপতি তার নিরাপত্তারক্ষীকে গোটা বিষয়টি দেখার নির্দেশ দেন। সেই সময় ওই নিরাপত্তারক্ষী তার নিজের আগ্নেয়াস্ত্রটি সুজয় বন্দ্যোপাধ্যায়ের হাতে দিয়ে জেনারেটর এর কাছে যান। তবে আগুন লাগা ওই স্থানটিতে প্রচুর মানুষের জমায়েত ছিল। গানের তালে তালে নাচ ছিল স্থানীয় বাসিন্দারা। তবে স্থানীয় বাসিন্দারা অগ্নিকাণ্ডের ওই ঘটনাটি লক্ষ্যই করেনি।

dilip ghosh, bjp,
image source: facebook

স্থানীয় বাসিন্দাদের কে সতর্ক করতে বন্ধুক দেখিয়েছিলেন সুজয় বাবু। আর সেই ভিডিওটিই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে তৃণমূলের দাবি, ভিডিওটিতে কৃত্রিমভাবে শব্দ বসানো হয়েছে। এই ঘটনাটিকে কেন্দ্র করেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এমন মন্তব্য করেছেন।

আজ শনিবার সকালে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শহীদ স্মরণ যাত্রা কর্মসূচিতে উত্তরবঙ্গে পা রেখেছিলেন। নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে রাজ্যের শাসকদলের উপর তোপ দেগে বলেন, “একটা গণতান্ত্রিক দেশে কোনও পার্টি কর্মসূচি করতে পারবে না। কেন্দ্রীয় মন্ত্রী পরিদর্শ করতে পারবেন না। এটা হতে পারে না। কাল দেখেছেন একজন সভাপতি বন্দুক উঁচিকে সকলকে চমকাচ্ছেন। তালিবানি শাসন চলছে। যে দলের নেতা সেই দলের ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু নেওয়া হচ্ছে না। কারণ, এরাই দলকে ক্ষমতায় আসতে সাহায্য করেছে।”

তবে পাল্টা জবাব দিতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসও। দিলীপ ঘোষের এমন মন্তব্যে পাল্টা জবাব দিয়েছেন দার্জিলিং জেলার তৃণমূল সভাপতি পাপিয়া ঘোষ। তিনি এদিন বলেন, “দিলীপ ঘোষের কোনও কাজ নেই। তাই ভোটের আগেও এমন নানা কথা বলেছেন। মানসিকভাবে অসুস্থ। অবসাদগ্রস্ত মানুষ। দিলীপ ঘোষের কথা শুনে বিভ্রান্ত হলে চলবে না। যারা ভোটের আগে মানুষকে ধর্মের নামে ভয় দেখিয়েছিল তারাই তালিবান। আমরা নয়। মানুষ তার জবাব ইতিমধ্যেই দিয়ে দিয়েছে।”