মিড ডে মিল, পশ্চিমবঙ্গ, করোনা ভাইরাস, লকডাউন
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সারা দেশে বর্তমানে করোনা ভাইরাসের পরিস্থিতি খুবই মারাত্মক। প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এমত অবস্থায় মহারাষ্ট্রে প্রায় লকডাউনের পরিস্থিতি তৈরি হয়েছে। করোনা আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ।

রাজ্যে প্রায় লকডাউনের পরিস্থিতি তৈরি হয়েছে। কিছুদিন আগেই বন্ধ হয়ে গেছে রাজ্যের সমস্ত দ্রষ্টব্য স্থান এবং বন্ধ হয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। পিছিয়ে গেছে সমস্ত পরীক্ষা। এমত অবস্থায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলির প্রধান বক্তব্য হল স্কুল বন্ধ থাকলে মিড ডে মিল এর কি হবে ?

ছাত্র ছাত্রীরা কিভাবে তাদের প্রাপ্য মিড ডে মিল পৌঁছে দেওয়া হবে। এই প্রসঙ্গে সরকারের তরফে জানানো হয়েছে যে, স্কুল বন্ধ থাকলেও বন্ধ হবেনা মিড ডে মিল। স্কুলের শিক্ষার্থীদের ছুটি থাকলেও ছুটি নেই শিক্ষকদের। তাদের রীতিমত মিড ডে  মিল এর ব্যবস্থা করে যেতে হবে।

গত প্রায় ৭ মাস ধরে করোনা ভাইরাসের কারণে বন্ধ ছিল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। ধীরে ধীরে  নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে ক্লাস শুরু হলেও আবারও করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এর ধাক্কায় ফের বন্ধ হয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। তবে গত বছরের মত এবছরও বন্ধ হবেনা মিড ডে মিল।

তবে এবারে পড়ুয়াদের অভিভাবকরা এই মিড ডে মিল সংগ্রহ করবেন বলে জানিয়েছেন রাজ্য সরকার। যদিও গত বছর লক ডাউনের সময় প্রথম দফায় পড়ুয়ারা পেয়েছিল ২ কিলো চাল, ২ কিলো আলু এবং পরে তার সাথে যোগ হয়েছিল সোয়াবিন এবং চিনি। কিন্তু এবছর সেই পরিমাণ বাড়িয়ে ৩ কিলো করে দেওয়া হয়েছে। সেটার স্থায়িত্ব যদিও ছিল মার্চ অবধি।