Air India, news, এয়ার ইন্ডিয়া, খবর
ফ্লাইটের খাবারে মিলল পাথর! টুইটারে ক্ষোভ প্রকাশ এয়ার ইন্ডিয়ার এক মহিলাযাত্রীর

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ফ্লাইটের খাবারে পাওয়া গেল পাথর। একজন মহিলাযাত্রী খাবারের একটি ছবি শেয়ার করে টুইট করে জানিয়েছেন যে, এআই ২১৫-এ ইন-ফ্লাইটের খাবারের মধ্যে একটি পাথর পেয়েছেন তিনি। এই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং ক্যাটারারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ৮ই জানুয়ারী, এক মহিলাযাত্রী টুইটারে একটি পোস্ট করে জানান, তিনি AI ২১৫-এ তার ইন-ফ্লাইট খাবারের মধ্যে একটি পাথর পেয়েছেন। ফ্লাইটটি দিল্লি থেকে কাঠমান্ডু যাচ্ছিল। মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন যে, এয়ার ইন্ডিয়া ঘটনাটিকে গুরুত্বের সাথে দেখছে। এয়ার ইন্ডিয়া এই ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং তারা ওই যাত্রীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছে।

তিনি তার পরে আরো যোগ করেছেন যে, তারা ক্যাটারারের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছে এবং ক্যাটারারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাক্রমে উল্লেখ্য যে, সম্প্রতি এয়ার ইন্ডিয়ার মালিকানা রয়েছে টাটা গোষ্ঠীর হাতে।

টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়া আগেও দুটি আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের সাথে ঘটে যাওয়া দুর্ব্যবহারের ঘটনা রিপোর্ট না করার জন্য ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)-এর স্ক্যানারের আওতায় এসেছে। ডিজিসিএ এয়ারলাইনকে এর কারণ দর্শানোর জন্য নোটিশও দেওয়া হয়েছে।