আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, weather, today weather news, kalboishakhi, কালবৈশাখী
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ আজ রবিবার সকাল থেকেই আকাশ জুড়ে মেঘাচ্ছন্ন ভাব। তবে মেঘের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে সূর্যকিরণ। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম আবহাওয়া বিরাজ করছে। ঘূর্ণিঝড় ইয়াস চলে যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে বঙ্গে।

ইয়াসের প্রভাবে বঙ্গে বৃষ্টি হলেও, তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হয়নি। বঙ্গে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। রীতিমতো বাংলার মানুষ সেদ্ধ হয়ে যাচ্ছে। তবে এবার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, স্বস্তির বৃষ্টি পেতে চলেছে বাংলার মানুষ। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গী হবে মেঘের গর্জন।

আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, weather, today weather news, kalboishakhi, কালবৈশাখী
ছবি – সংগৃহীত

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদা ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এছাড়াও আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজকের তুলনায় আগামীকাল গোটা উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গ জুড়ে প্রায় সমস্ত জেলায় হবে বৃষ্টিপাত।

আজকের (Weather) আবহাওয়াঃ
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮২ শতাংশ। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আকাশ জুড়ে মেঘাছন্ন ভাব থাকার কারনে সূর্যকিরণের দেখা না মিললেও, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিবোধ বেশি হচ্ছে।

আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, weather, today weather news, kalboishakhi, কালবৈশাখী
ছবি – সংগৃহীত

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান, বীরভূম, সহ নদীয়া জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।