today weather news, weather, weather update, west bengal, weather in kolkata, আজকের আবহাওয়ার খবর, আবহাওয়া, আবহাওয়ার খবর, পশ্চিমবঙ্গের আবহাওয়া, কলকাতার আবহাওয়া
West Bengal Weather Update: শহরতলীতে হঠাৎ শীতের আগমন ! তবে ফের বাধা হবে নিম্নচাপ | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ এই পর্যন্ত আজই মরসুমের শীতলতম দিন। আজ সকালে কলকাতার তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। গোটা বাংলা জুড়েই তাপমাত্রা থাকবে স্বাভাবিক বা তার কাছাকাছি। সকাল ও সন্ধ্যায় শীতের পরশ লাগবে গায়ে। আগামী তিন চারদিন ধরে এমনই শীতের আমেজ থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। কিন্তু হঠাৎ করে শীতের আমেজ ফিরলেও জাঁকিয়ে শীত পড়ার তেমন কোন সম্ভাবনা নেই।

তাপমাত্রা থাকবে স্বাভাবিক কিংবা তার নিচে। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশেই থাকবে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২. ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে। যার ফলে আজ রবিবার দক্ষিণ আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণবাত তৈরি হবে। সেই ঘূর্ণবাত সোমবার গিয়ে নিম্নচাপে পরিণত হবে এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় একটি প্রবল শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে। তারপর সেই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে গিয়ে আছড়ে পড়তে পারে।

বেশ কয়েক সপ্তাহ একটু উষ্ণ আবহাওয়া থাকার পর দক্ষিণবঙ্গে হঠাৎই দুদিন ধরে শীত পড়ায় আপামর বাঙালি বেজায় খুশি। বৃষ্টি তেমন কোন সম্ভাবনা নেই। দিনভর হালকা শীতের পরশ টের পাওয়া যাবে। সন্ধ্যা ও রাতের দিকে তাপমাত্রা আরো নিচে নামবে।

উত্তরবঙ্গের তাপমাত্রাও স্বাভাবিকের আশেপাশে রয়েছে। এই মুহূর্তে সেখানকার আবহাওয়ায় বড় কোন পরিবর্তন আসবে না। তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে কমবে। আবহাওয়াবিদদের মতে, আগামী দু তিন দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে।

নিম্নচাপের প্রভাবে দক্ষিণ বঙ্গোপসাগর ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। মৎস্যজীবীদের ওই এলাকায় সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।