করোনা ভাইরাস, সুপ্রিম কোর্ট, সোশ্যাল মিডিয়া
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ দেশে করোনা সংক্রমণ রোজ লাফিয়ে বাড়ছে। এমত অবস্থায় সকলে একসাথে লড়াইয়ে অংশ না নিলে এই অতিমারি জয় করা যাবেনা। করোনা সংক্রান্ত কোনও রকম কোনও ভুল তথ্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট হলেই তা ফেক হলে সঙ্গে সঙ্গে উক্ত ব্যক্তির বিরুদ্ধে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করার কথা ঘোষণা করেছিল সরকার।

দেশে করোনাভাইরাস নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ তাদের অসুবিধার কথা তুলে ধরেছেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। এই পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত জানালো সুপ্রিম কোর্ট।

এই মর্মে সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন যে, “একজন নাগরিক এবং বিচারপতি হিসেবে এটা আমার কাছে একটা উদ্বেগের বিষয়। নাগরিকরা যদি সোশ্যাল মিডিয়াতে তাঁদের অভিযোগ জানায়, তা হলে কোনও ভাবেই কোনও তথ্য দমন হক তা আমরা চাই না।”

বিচারপতি আরও বলেন “আমাদের তাঁদের কণ্ঠস্বর শুনতে দেওয়া হক। যদি কোনও নাগরিক অক্সিজেন কিংবা হাসপাতালের শয্যা চেয়ে হেনস্থার শিকার হন, তাহলে আমরা সেটাকে অবমাননা হিসেবে গন্য করব। আমরা একটা মানবিক সংকটের মধ্যে রয়েছি।”

বর্তমানে সোশ্যাল মিডিয়া হল জনসংযোগের একটা বিশাল মাধ্যম। করোনা পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়াতে ভুল তথ্য প্রকাশ যেমন দণ্ডনীয় অপরাধ তেমনই কেউ নিজের অভিগত্যা বা করোনা সংক্রান্ত কোনও জরুরি তথ্য সোশ্যাল মিডিয়াতে তুলে ধরলে সেটা কখনওই অবমাননার যোগ্য নয় বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।