পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে কার্যত নাজেহাল অবস্থা হয়েছে ভারতের। এই দুরাবস্থার কথা মাথায় রেখে কেন্দ্র এবং সব রাজ্য সরকার গুলিকে সম্পূর্ণ লকডাউন করে করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে পরামর্শ দিল ভারতীয় সুপ্রিম কোর্ট।
ভারতে সংক্রমণের হার দ্রুততার সাথে বৃদ্ধি পাওয়ার পাওয়ায় হাসপাতালে পাওয়া যাচ্ছে না বেড। এমনকি বিভিন্ন জায়গায় অক্সিজেনের কমতি দেখা গিয়েছে। হঠাৎ এভাবে সংক্রমনের মাত্রা বেড়ে যাবে তা হয়তো আন্দাজ করতে পারেনি দেশের স্বাস্থ্যমন্ত্রক। তবে এবার সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে কি সিদ্ধান্ত নেয় সরকার তার ওপর নজর রয়েছে সবার।
সুপ্রিম কোর্টের বিচারপতির ডিওআই চন্দ্রচূড়, এল নাগেশ্বর রাও এবং রবীন্দ্র ভাটের বেঞ্চ বলেছে করোনা সংক্রমণে যাতে গোটা দেশে সংক্রমণের হার কমানো যায় তার জন্য লকডাউন করা যাবে কিনা সে বিষয়ে কেন্দ্রকে ভেবে দেখতে বলেছে শীর্ষ আদালত। বিচারপতির বেঞ্চ আরো বলেছে যে, লকডাউন ঘোষণা করার আগে কেন্দ্রকে নিশ্চিত হতে হবে যাতে আর্থিক অবস্থার ওপর প্রভাব না পড়ে।
লকডাউন হলে অনেক মানুষ কাজ হারাবেন তাই কেন্দ্র সরকার কে যদি লকডাউন করতে হয় তাহলে প্রান্তিক মানুষদের জন্য পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা নিতে হবে কেন্দ্রীয় সরকারকে, এমনটাই পরামর্শ শীর্ষ আদালতের।
এদিন ভ্যাকসিনের দাম নিয়েও আলোচনা করে বিচারপতির বেঞ্চ। তারা দেশজুড়ে বিভিন্ন ভ্যাকসিনের দামের বিষয়টিও একবার আলোচনা করে দেখতে বলেছে কেন্দ্র সরকারকে।