পশ্চিমবঙ্গ ডেস্কঃ একজন ট্যাক্সি ড্রাইভার রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার দাবিতে চিঠি পাঠালেন দেশের প্রধানমন্ত্রী সহ অমিত শাহ কে। একুশের বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। আগামী বিধানসভা নির্বাচনে ট্যাক্সি ড্রাইভারকে বিজেপির প্রার্থী করার আবেদন জানিয়ে চিঠি লিখলেন ওই ট্যাক্সি ড্রাইভার উত্তম মালি নিজেই।
জানা গিয়েছে, উত্তম মালি পেশায় ট্যাক্সিচালক। তিনি কলকাতার জোড়াসাঁকো এলাকায় বসবাস করেন। উত্তম মালির পরিবারের সদস্য সংখ্যা ৬ জন। পরিবারে তার দুই সন্তান ও স্ত্রী এবং সাথে মা ও বাবা রয়েছে। সকাল হতে না হতেই ট্যাক্সি নিয়ে তাকে রাস্তায় নামতে হয় পেট চালানোর উদ্দেশ্যে। কলকাতার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটতে হয় যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। বিনিময় যা কিছু অর্থ উপার্জন হয় তা দিয়েই সংসার চালান তিনি। সকাল থেকে রাত পর্যন্ত পথে চলতে চলতে নানা অভিজ্ঞতার সম্মুখীন হন তিনি।
উত্তম বাবু জানিয়েছেন, তৃণমূলের শাসনাধীনে রাজ্যের অবস্থা শোচনীয়। রাজ্যে বেকারত্ব হু হু করে বাড়ছে। বাংলায় কোন চাকরি নেই। তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ বাংলার মানুষ। রাজনৈতিক হিংসায় ভরে গিয়েছে রাজ্য। উত্তম বাবুর মনে করেন, তৃণমূলের শাসনাধীনে বাংলা ক্রমশ পিছিয়ে পড়েছে।
তিনি জানান, অনেক রাজনৈতিক নেতারা বক্তব্য দিয়েছেন বাংলাকে সোনার বাংলা গড়ে তুলবো। কিন্তু সেটা হয়ে ওঠেনি। তাই তিনি রাজ্যকে সোনার বাংলা গড়ে তোলার উদ্দেশ্যে বিজেপি প্রার্থী হয়ে ভোটে দাঁড়ানোর আত্মপ্রকাশ করলেন নিজেই। তিনি জানিয়েছেন একজন চা ওয়ালা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে একজন ট্যাক্সি ওয়ালা কেন রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারবে না?
ট্যাক্সি চালানোর মধ্য দিয়েও তিনি সময় করে বিজেপি দলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উত্তম বাবু জানিয়েছেন, অনেক নেতা মন্ত্রীরা রাজ্যে এসেছে অনেকেই কথা দিয়েছে বাংলাকে সোনার বাংলা গড়ে তুলবে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সেটাই চাই। তাই আমি মানুষের পাশে থেকে মানুষকে সেবা করতে চাই। আর এই বাংলাকে সোনার বাংলা গড়ে তোলার উদ্দেশ্যে আমি নিজেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ কে মেল পাঠিয়েছি। শুধু তাদেরকেই নয়। দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সহ বিজেপির সর্বভারতীয় নেতৃত্বকেও মেল পাঠিয়েছেন তিনি এবং তার পাশাপাশি স্পিড পোস্ট এর মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার আবেদন লিখে পাঠিয়েছেন। এবার একটা প্রশ্ন থেকেই যায় ? আসন্ন বিধানসভায় মুখ্যমন্ত্রী হিসেবে কি উত্তম বাবুকে দেখা যাবে ?