weather news, weather, west bengal weather news, abohaoya, আবহাওয়া
ছবিঃ সংগৃহীত

আবহাওয়া ডেস্কঃ ফের পরিবর্তন বাংলার আবহাওয়ায়। এবছর রীতিমতো লুকোচুরি শুরু করেছে শীত। এক ধাক্কায় ৬ ডিগ্রি বেড়ে গেল কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রির কাছাকাছি। আজ বুধবার এক ধাক্কায় ৬ ডিগ্রি বেড়ে একেবারে ১৯ ডিগ্রি তে গিয়ে পৌঁছেছে।

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হঠাৎ করে বেড়ে গেলেও শীতের একটা হালকা আমেজ রয়েছে। তবে শুধু কলকাতাই নয় দক্ষিণবঙ্গের বাকি জায়গা এবং পশ্চিমাঞ্চলেও একই পরিস্থিতি। গোটা রাজ্য গতকাল থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে। এই কুয়াশাচ্ছন্ন-এর দৃশ্য দেখে অনেকে হয়তো ভাবছেন শীত এবার বিদায় নিতে চলেছে।

কিন্তু এ বছর শীত এত সহজে বিদায় নিচ্ছে না। রাজ্যে খেল দেখানো শুরু করেছে শীত। তবে বৃহস্পতিবার থেকেই শীত পড়বে বলে খবর। শীতের দাপট একটু কম থাকলেও, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শীত কম বেশি থাকবে বলে জানা যাচ্ছে।

আজকের আবহাওয়া –
গতকালের তুলনায় আজকের আবহাওয়া অনেকটাই পরিবর্তন ঘটেছে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। আজ বাতাসে আদ্রতার পরিমাণ ৭৩%।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার দক্ষিণবঙ্গের উপর একটি ঘূর্ণবাত অবস্থান করছে। ফলে হাওয়ার গতিমুখ একেবারেই উলটপালট হয়ে গিয়েছে। বর্তমানে দক্ষিণবঙ্গে তিন ধরনের আবহাওয়ার সংমিশ্রণ ঘটেছে। মধ্য ভারত থেকে আসা তুলনামূলক উষ্ণ বাতাস, উত্তর ভারত থেকে আকাশ শীতল বাতাস এবং সমুদ্র থেকে আসা জলীয় বাষ্পের সংমিশ্রণের ফলে ঘূর্ণবাতের সৃষ্টি হচ্ছে। ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশে কুয়াশার দেখা যাচ্ছে দাপট। কুয়াশার জন্য বাড়তে শুরু করেছে তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে আবহাওয়ার ফের বদল দেখা যাবে। দক্ষিণ-পশ্চিম হাওয়ার দাপট কমে গিয়ে উত্তরে হওয়ার দাপট বাড়বে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদদের মতে শীত বিদায় নেওয়ার আগে রাজ্যে আরেকবার মুখ দেখাতে পারে শীত। আশা করা যাচ্ছে বৃহস্পতিবার থেকেই শীতের আমেজ ফিরে আসবে এবং শুক্রবার ১২-১৩ ডিগ্রী তাপমাত্রা কলকাতায় কমবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।